নারী স্বর্ণের মতো !


ভারতের সমাজবাদী দলের নেতা আবু আজমী নারীদের স্বর্ণের সঙ্গে তুলনা করেছেন। তার মতে, ‘নারীরা স্বর্ণের মতো, এজন্যে তাদের প্রদর্শনেই ঘটে বিপত্তি। অর্থাৎ তারা প্রদর্শিত হলেই লুটের ঘটনা ঘটে।’

সমাজবাদী দলের এই নেতা আরও বলেন, ‘নারীদের অনেক রাতে পুরুষদের মতো বাইরে ঘোরাফেরা উচিত নয়। যেহেতু তারা দুর্বল, সুতরাং যেকোনো জায়গায় যাওয়ার আগে তাদের চিন্তা করে দেখা উচিত। নারীদের অবশ্যই বাইরে যাওয়ার স্বাধীনতা রয়েছে, তবে শুধুমাত্র তাদের পরিবারের সঙ্গে।’

সম্প্রতি ভারতে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার পরে আবু আজমী বলেন, ‘গ্রাম থেকে মেয়েরা শহরে আসেন। শহরের মেয়েদের ছোট পোশাক ও অতিরিক্ত সাজসজ্জায় প্রভাবিত হয়ে তারাও এসব পোশাক পরা শুরু করেন। ঘটনা তো তখনই ঘটে।’

এছাড়া সমাজবাদী দলের আরেক সদস্য নরেশ আগারওয়ালও ধর্ষণের ঘটনায় পরোক্ষভাবে ধর্ষণের শিকার নারীদেরই দোষারোপ করেন।

নরেশ আগারওয়াল আরও বলেন- নারীদের চলাফেরায় আরও সংযত হওয়া প্রয়োজন। আমি মনে করি না যে, যদি সমাজ এগিয়ে না আসে তাহলে শুধুমাত্র আইন প্রয়োগের মাধ্যমে সকল কিছু থামানো সম্ভব। যদি আইন করেই এসব বন্ধ করা যেতো তাহলে খুন, লুট ও ধর্ষণের মতো অপরাধ এখনো কেনো বন্ধ হচ্ছে না?

এছাড়া তিনি আরও বলেন, ‘সিনেমায় এমন সব দৃশ্য দেখানো হয় যা কোনো বাবা ও ছেলের পক্ষে একসঙ্গে বসে দেখা সম্ভব নয়। এখন আমাদের ভেবে দেখা প্রয়োজন যে, আমরা কি পশ্চিমা সংস্কৃতিকে গ্রহণ করবো নাকি করবো না। পশ্চিমা সংস্কৃতির নেতিবাচক দিকগুলো নিয়ে আমাদের আলোচনা করা উচিত।’

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!