বিয়ের পরের কোন সময়টা সবচেয়ে সুখের?

বিয়ের পরের কোন সময়টা সবচেয়ে সুখের? আর সাবধান থাকুন ৫ম বছরে বিয়ের পরের কোন সময়টা সবচেয়ে সুখের?


বিয়ের পর সবচেয়ে কোন সময়টা সবচেয়ে সুখের হয়! কোন সময়টাই বা সবচেয়ে কঠিন হয়! চায়ের কাপে ঝড় তোলার মত বিতর্ক এটা। সেই প্রশ্নটার একটা আপাত বিশ্বাসযোগ্য উত্তর দিল এক সমীক্ষা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ২০০০ বিবাহিত মানুষদের বিভিন্ন রকম প্রশ্নের পর জানানো হল এক তথ্য। যাতে বলা হল বিয়ের পর তৃতীয় বছরটা নাকি সবচেয়ে সুখের হয়। আর সবচেয়ে কঠিন সময়টা হল বিয়ের পর পঞ্চম বছরটা। আবার বলা হল দেখা যাচ্ছে সাতটা বছর একসঙ্গে কাটিয়ে দিতে পারলেই ডিভোর্সের ভূত নাকি তাড়ানো অনেক সহজতর হয়।

এ বার দেখে নেওয়া যাক কেন তৃতীয় বছরটাকে সবচেয়ে বেশি সুখের সময় বলেছেন বিবাহিতরা। দু হাজার জনের মধ্যে অন্তত ৬০ ভাগ বলেছেন, প্রথম বছরটা কেটে যায় নতুন একটা সম্পর্ককে বুঝতে, তার পরিববারকে বুঝতে, এমনকী সেই মানুষটা বুঝতে। দ্বিতীয় বছরটা যায় সব কিছু বুঝে পছন্দের মানুষটার সঙ্গে, আর তার পরিবারকে বুঝে চলে পদক্ষেপ নিতে। আর ঠিক তৃতীয় বছরে পাওয়া যায় সেরা ভালবাসা, উজাড় করে দেওয়া যায় নিজেকে। কারণ তৃতীয় বছরেই নাকি সম্পর্ক আর ভালবাসার শুরুটা হয়।

তবে দু বছর পরের সময়টাকেই সবচেয়ে কঠিন বলছেন সমীক্ষা করা ২০০০ বিবাহিতরা। যুক্তি হিসাবে তারা বলছেন, ওই বছরটা কাটানো সবচেয়ে কঠিন কারণ অদ্ভূত এক ক্লান্তি আর অবসাদ নাকি তখন গ্রাস করে বসে। সমীক্ষায় দেখা যাচ্ছে ৫০ শতাংশ মানুষ বলেছেন, বিয়ের দিনটাই তাদের কাছে সবচেয়ে সুখের। ২০ শতাংশ বলেছেন তারা ঠিক বুঝতে পারেননি বিয়েটা এতটা কঠিন একটা ব্যাপার। অনেকেই বলেছেন, বিয়ের পরদিন থেকে ভালবাসা অনেক কমে যায়।

Related Posts:

  • নারীদের প্রয়োজন যে জিনিস! ঢাকা: মেয়েরা অনেক ভুল ধারণায় ভোগে। প্রেমের সম্পর্ক তো বটেই, বন্ধুত্বও একসময় হয়ে ওঠে তিক্ত, অনেক সময় ভেঙ্গেও যায়। তাই অনাকাঙ্খিত ‘ব্রেক আপ’ এড়া… Read More
  • জেনে নিন বয়স লুকানোর কিছু উপায় ঢাকা: অনেকেই আছেন চেহারায় বয়স লুকাতে চান। নিজেকে সদা তরুণ ও সদা প্রফুল্ল রাখতে চান। অন্যের সামনে নিজেকে কম বয়সী হিসেবে হাজির করতে চান। তাদের জ… Read More
  • পরকিয়া প্রেমের রোমান্স   এ বিষয়ের ইতিবাচক দিক নিয়েই পরকিয়া প্রেমের রোমান্স জগতের কথা। আজকের সমাজে নানাবিধ সমস্যার ভীরে বিবাহ বহির্ভুত সেক্স একটি গুরুত্ব… Read More
  • তৃপ্তিতে বাধা হাই হিল নারীরা বিভিন্ন কারণে হাই হিলস জুতা স্যান্ডেল পরে থাকেন। এটি ফ্যাশনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। তবে অনেকের অজানা যে নারীদের দৈহি… Read More
  • ঋতু পরিবর্তনে স্বাস্থ্য সচেতনতা বাংলাদেশের ঋতুভেদে আবহাওয়ারও কিছুটা ভিন্নতা আসে বা উপলব্ধি করা যায়। বাংলাদেশের ছয় ঋতুই আমরা ভিন্ন ভিন্নভাবে দেখতে পাই। হেমন্তের এই নাতিশীতোষ্ণ… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!