গরমে সুস্থ ও সুন্দর পা

গরমে সুস্থ ও সুন্দর পা


গরমে পায়ের যত্ন না করলে নানা অসুখ হতে পারে। তার অন্যতম হচ্ছে সংক্রমণ।

রক্ত চলাচল স্বাভাবিক রাখতে, মাসল টোনের উন্নতির জন্য, পেশি সংকোচন থেকে মুক্তি পেতে এবং সর্বোপরি সুস্থ থাকার জন্য গরমে পায়ের যত্ন নেয়া খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বললেন, এছাড়া গরমে প্রচুর পানি পান করুন এতে ত্বকে আদ্রতা বজায় থাকবে।  

গরমে পায়ের যত্নে পাঁচটি বিশেষ পরামর্শ:

১. রোদে বের হবার সময় আমরা মুখে আর হাতে সানস্ক্রিন মাখি। তবে রুপ সচেতন মানুষ পায়েও সানস্ক্রিন ব্যবহার করেন। সানস্ক্রিন আপনার পা কে রোদে পোড়া থেকে রক্ষা করে। সানস্ক্রিন লাগানোর পর পায়ে পাউডার লাগিয়ে নিন। এটি আপনার পা ঘেমে যাওয়ার প্রবণতা কমিয়ে আনবে। পায়ের ঘাম ও দুর্গন্ধ কমাতেও পাউডার লাগানো ভাল অভ্যাস। মোজা পরার আগে পায়ে পাউডার দিয়ে নিন। যাদের পা ঘেমে যাওয়ার সমস্যা আছে, তারা রাতে ঘুমাতে যাওয়ার আগেও পাউডার দিয়ে নিতে পারেন।

২. সবসময় পায়ের নখ ছোট করে কেটে রাখুন। ছোট নখে ময়লা প্রবেশ করতে পারে না, তাই পরিষ্কার রাখা সহজ হয়। তাছাড়া ছোট নখ অনেকরকম ইনফেকশান ও চর্মরোগ প্রতিরোধ করে। যখনই সম্ভব পায়ে বাতাস লাগতে দিন। ভারী পা ঢাকা জুতো না পরে, খোলামেলা এবং নরম স্যান্ডাল পরুন। এতে পা ঠান্ডা থাকে এবং পায়ে দুর্গন্ধ হওয়ার সম্ভাবনাও কমে যায় ।

৩. অফিস থেকে বাসায় ফিরে কুসুম গরম সাবান পানিতে পা ধোয়া উচিত। এটি আপনার পায়ের ঘাম হওয়ার প্রবণতা কমায় এবং দ্রুত পায়ের দুর্গন্ধও দূর করে। গরমে একই মোজা বারবার পরার কারণে পায়ে দুর্গন্ধ শুরু হয়। এ কারনে নানা রকম ব্যাকটেরিয়াল এবং ছত্রাকজনিত ইনফেকশান হতে পারে। এজন্য একই মোজা একদিনের বেশি পরা উচিত নয়। সবসময় পরিষ্কার মোজা পরুন। সম্ভব হলে মোজা ধুয়ে রোদে শুকাতে দিন ।

৪. যাদের হাতে সময় আছে তারা একটি পাত্রে ঠান্ডা পানি নিন। তার সঙ্গে অল্প গোলাপ জল মেশান। তারপর তাতে পা ১৫ মিনিট ডুবিয়ে রাখুন। এরপর পরিষ্কার তোয়ালে পা মুছে নিন। এই পদ্ধতিতে পায়ের ঘাম ও দুর্গন্ধ হওয়ার প্রবণতা কমে যায় এবং রোদে পোড়া দাগও কমে আসে। সপ্তাহে ২ বার এই পদ্ধতিতে পায়ের যত্ন নিতে পারেন। এ সময় স্ক্র্যাবার দিয়ে ঘষে গোড়ালির মরা চামড়া সরিয়ে ফেলুন। স্ক্র্যাব করার পর পা পরিষ্কার করে হালকা কোন ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

৫. মাঝে মাঝে হালকা নারিকেল তেল অথবা অলিভ অয়েল নিয়ে পায়ে ম্যাসাজ করুন। এতে পায়ের রক্ত চলাচল বাড়ে এবং পা সচল ও সুন্দর থাকে।

Related Posts:

  • গেঁটেবাত কমায় সবুজ ফুলকপি খাবারের সময় সালাদ হিসেবে সবুজ ফুলকপি খেলে গেঁটেবাত কমে যায়। যুক্তরাজ্যের গবেষকেরা সম্প্রতি এ তথ্য জানিয়েছেন।   দ্যা ইউনিভার্সিটি অব ইস্… Read More
  • রোগ নিরাময়ে পেঁপে আমাদের দেশে নানারকম ফল পাওয়া যায়। তার মধ্যে পেঁপে অন্যতম। পেঁপের রয়েছে নানা গুণ। যাদের পেটে গোলমাল দেখা দেয়, তারা পেঁপে খেতে পারেন। অন… Read More
  • হার্ট ফেল প্রতিরোধে বিজ্ঞানীদের নতুন আবিষ্কার হার্টের করনারি আরটারির মধ্য দিয়ে রক্ত চলাচল করে যার ফলে হার্টের মাংসপেশি পর্যাপ্ত পুষ্টি পায়। কারণ রক্ত পুষ্টি সরবরাহ করে। কিন্তু যদি চর্বি বা… Read More
  • ফল খেলে ডায়বেটিস কমে, রস খেলে বাড়ে ফল খেলে কমবে ডায়বেটিসের সম্ভবনা। আবার ফলের রস খেলেই তা বেড়ে যাবে অনেক গুণ। এমনটাই জানা গেল একটি ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত রিপোর্ট… Read More
  • কোক পেপসির যতো বিপদ! কোকা কোলা ও পেপসি কোলা দুটি মার্কিন বহুজাতিক কোম্পানি, তবে কোম্পানিদ্বয় তাদের কোমল পানীয়র জন্য সবিশেষ বেশি পরিচিত। এ দুটি পানীয় হচ্ছে এক প্… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!