গেঁটেবাত কমায় সবুজ ফুলকপি

খাবারের সময় সালাদ হিসেবে সবুজ ফুলকপি খেলে গেঁটেবাত কমে যায়। যুক্তরাজ্যের গবেষকেরা সম্প্রতি এ তথ্য জানিয়েছেন।
 
দ্যা ইউনিভার্সিটি অব ইস্ট এংলিয়ারে এ বিষয়ে সবুজ রঙের ফুলকপি দেহের ক্ষতিকারক টিস্যু ধ্বংস করে। গ্রন্থিবাতে আক্রান্ত ২০ জন রোগীকে নিয়মিত সবুজ ফুলকপি খাওয়ানোর পর তাদের মধ্যে বড় ধরনের পরিবর্তন লক্ষ করা গেছে। অবশ্য এমনিতেই উচ্চমানের পুষ্টিসমৃদ্ধ সবজি হিসেবে পরিচিত সবুজ ফুলকপি, যা সালাদ এবং সবজি হিসেবে ব্যবহৃত হয়।

গবেষক দলের নেতৃত্ব দেয়া ডাক্তার রোজ ডেভিডসন বলেন, ‘আমি এটা কল্পনাও করতে পরিনি যে, সবুজ ফুলকপি গ্রন্থিবাত দূর করতে এতটা কার্যকরী হবে। তিনি বলেন, ‘খাবারের সাথে নিয়মিত দুই সপ্তাহ সবুজ ফুলকপি খেলে গ্রন্থিবাত কমে যাবে।

গবেষণা প্রতিবেদনে জানানো হয়, প্রতিদিন যদি ১০০ গ্রাম সবুজ ফুলকপি দুই সপ্তাহ ধরে নিয়মিত খাওয়া হয় তাহলে গ্রন্থিবাত দূর হওয়ার পাশাপাশি শরীর থাকবে সতেজ । সূত্র : বিবিসি।

Related Posts:

  • সেকেন্ড ইনিংস মেয়েদের জীবনে অন্যতম মাইলফলক মেনোপজ। যে সময় থেকে রিপ্রোডাকটিভ কাজকর্ম বন্ধ হয়ে আসে। ধীরে ধীরে পিরিয়ড অনিয়মিত হয়ে এসে তার পর একদম বন্ধ হয়ে যা… Read More
  • গনসাবান দিয়ে হাত ধোয়া থেকে সাবধান! হয়তো দুপুর কিংবা রাতের খাবারটা আজ রেস্তোরাঁতেই সারতে হবে আপনার। আর তাই পছন্দসই কোনো একটা রেস্তোরাঁয় ঢুকে কোনো একটা খাবারের অর্ডার দিয়ে প্… Read More
  • মেয়েবেলায় গৌতম খাস্তগীর এমনিতে খুব বেশি যে হয়, তা নয়। কিন্তু সমস্যা হল বেশ কিছুটা ছড়ানোর পর হঠাৎ ধরা পড়ে ওভারিয়ান ক্যানসার। ফলে অনেক সময়ই তা নিয়ন্ত্রণে… Read More
  • প্রথম সেক্স ফ্যাক্ট! যৌনতা বিষয়ক কিছু ফ্যাক্ট ::: ১. ৩০ মিনিট সেক্স করলে আপনি ২০০ ক্যালরি পোড়াতে পারবেন। ভাল এক্সারসাইজ। ২. গড়ে একজন পুরুষ ৭ সেকেন্ড পরপর কোন ন… Read More
  • লজ্জা করবেন না? কেগেল ব্যায়াম যেই নামেই বলুন না কেন এই ব্যায়াম পুরুষ - মহিলাদের উভয় লিঙ্গের জন্যই। আপনি হয়তো ভাবছেন শুধু মহিলাদের জন্য হয়। আসলে তা নয়। ম… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!