মিথ্যে বলা


রাজনীতি মানেই কি

মিথ্যে বলা!

নীতিহীন হয়ে নাকি

পথ চলা!

পথসভা, জনসভা

যেখানেই যাই,

মিথ্যে প্রতিশ্রুতি

নীতি একটাই।

অন্যের দোষটাকেই

শুধু তুলে ধরে,

সাধু সেজে রাজনীতি

করে যায় ওরে।

দেশ নিয়ে ভাবে

এখন ক’জন!

ভোট এলে তৈরি

হয় যে স্বজন।

ভোট যদি চলে যায়

নবপথ চলা,

জনতাকে শুধু শুধু

মিথ্যে বলা।

Related Posts:

  • বেলাশেষে কিছু নেই_তোমাকে দেবো !! এই বেলাশেষে এলে শেষ উৎসবে__ কী দেবো তোমাকে কতটুকু নেবে তুমি, সব বিবর্ণ ঝরাপাতা__ ঝড়ে তাড়া খাওয়া পাখিদের শঙ্কিত স্বপন সব বিকেলের জীর্ণ আলোর নুয়ে … Read More
  • ইতিহাস বিখ্যাত চুরি লিওনার্দো দা ভিঞ্চির অমর সৃষ্টি “মোনালিসা” এর কথা কে না জানে? অদ্ভুত সুন্দরী মোনালিসার প্রতিকৃতিটি বিখ্যাত হয়ে আছে কেবল তার অধরে মুচকি হাসির … Read More
  • বড় একা আমি " বড় একা আমি " আজ এই আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকেই ধরে ছন্নছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে(২) মাঝে মাঝে মনে পড়ে সেই সব দিন… Read More
  • সুন্দর একটা ঘর ঝিনুক একেবারেই টায়ার্ড।সে প্রায় তিন ঘন্টা গরমের মধ্যে বউ সেজে শুয়ে আছে।আজ তার বাসর রাত-তার বর তার পাশেই ঘুমিয়ে আছে।না,ওর বর এতোটা কেলাস হতেও প… Read More
  • আমার ভুলের স্রোতে ভেসে যাওয়া তোমার ভালবাসা ভালবাসা ব্যাপারটা সম্ভবত একটা ছোট্ট শিশিতে ভরা থাকে।মাঝে মাঝে সেই শিশিটা খুলে দিলে হয়তো ঘ্রান সব জায়গায় ছড়িয়ে পরে।নীরার প্রতি আমার ভালবাসাটাও … Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!