বড় একা আমি


" বড় একা আমি "




আজ এই আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকেই ধরে


ছন্নছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে(২)




মাঝে মাঝে মনে পড়ে সেই সব দিনগুলো


তুই ছিলিনা যখন


মাঝে মাঝে কড়া নাড়ে সেই দিনগুলো


তুই ছিলিনা যখন


তুই রবি আমারি তুই ছবি আমারি


তোরে ছাড়া বাঁচি আমি কেমনে




আজ এই আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকেই ধরে


ছন্নছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে




“বড় একা আমি নিজের ছায়ার মত 


শুন্যতার মত


দীর্ঘশ্বাসের মত


নিঃসঙ্গ বৃক্ষের মত


নির্জন নদীর মত


বিচ্ছিন্ন দ্বীপের মত 


মৌন পাহাড়ের মত 


আজীবন সাজাপ্রাপ্ত, দণ্ডপ্রাপ্ত আসামীর মত 


বড় একা আমি 


বড় একা”



মেঘে মেঘে কত বেলা


কেটে যায় শুধু বিষাদের বেলা


তুই ছাড়া একা একা


দিন কাটেনা


স্মৃতিরও ছায়ায়




তুই রবি আমারি তুই ছবি আমারি


তোরে ছাড়া বাঁচি আমি কেমনে




আজ এই আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকেই ধরে


ছন্নছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে …




আজ এই আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকেই ধরে


ছন্নছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে(২)




মাঝে মাঝে মনে পড়ে সেই সব দিনগুলো


তুই ছিলিনা যখন


মাঝে মাঝে কড়া নাড়ে সেই দিনগুলো


তুই ছিলিনা যখন


তুই রবি আমারি তুই ছবি আমারি


তোরে ছাড়া বাঁচি আমি কেমনে

Related Posts:

  • আলতো একটা চুমু দিয়ে বলব ভেবেছিলাম তোমায় সাথে করে ভাঙ্গা রাস্তাটির পাশ ধরে হাঁটব, সাথে করে মানালী যাব বেড়াতে, বরফের কুচি ছুঁড়ে মারব তোমার শরীরে; ভেবেছিলাম তোমার হাতে হা… Read More
  • জলকন্যার মধুজলে   জলকন্যার উল্কিতে রাত নামে রাত্রির ছড়ানো ইন্দ্রজাল   টুকরো সুখের মেঘমালায় প্রজাপতি   অন্ধকারের কাঞ্চনমালা।   শরীর… Read More
  • যৌনাবেগ লিয়াকত, এইদিকে আসো -- ইয়েস স্যার আমি যা দেখি তুমি কি তাই দেখো? -- ইয়েস স্যা । স্যার ঘাড় কি ডাইনে নাকি বাইয়ে ঘুরামু? ডাইনে ঘ… Read More
  • তখন ঝিলমিল রাত তারপর একসময় বৃষ্টি ধরে এল। একসময় মানে, শহরে সন্ধে নামার রাতকলি মুহূর্তে। বৃষ্টির বোলচাল বদলে এখন ঘনঘন রিমঝিম থেকে টিপিস-টিপিস। সে তেহাই দিচ্ছে… Read More
  • চুমু চুম্বন হল দুই ঠোঁটের স্পর্শ দিয়ে কাউকে আদর করা বা স্নেহ প্রকাশ করা। সাধারণভাবে প্রেম, কাম, স্নেহ, অনুরাগ, শ্রদ্ধা, সৌজন্য অথবা শুভেচ্ছা প্রক… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!