বড় একা আমি


" বড় একা আমি "




আজ এই আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকেই ধরে


ছন্নছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে(২)




মাঝে মাঝে মনে পড়ে সেই সব দিনগুলো


তুই ছিলিনা যখন


মাঝে মাঝে কড়া নাড়ে সেই দিনগুলো


তুই ছিলিনা যখন


তুই রবি আমারি তুই ছবি আমারি


তোরে ছাড়া বাঁচি আমি কেমনে




আজ এই আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকেই ধরে


ছন্নছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে




“বড় একা আমি নিজের ছায়ার মত 


শুন্যতার মত


দীর্ঘশ্বাসের মত


নিঃসঙ্গ বৃক্ষের মত


নির্জন নদীর মত


বিচ্ছিন্ন দ্বীপের মত 


মৌন পাহাড়ের মত 


আজীবন সাজাপ্রাপ্ত, দণ্ডপ্রাপ্ত আসামীর মত 


বড় একা আমি 


বড় একা”



মেঘে মেঘে কত বেলা


কেটে যায় শুধু বিষাদের বেলা


তুই ছাড়া একা একা


দিন কাটেনা


স্মৃতিরও ছায়ায়




তুই রবি আমারি তুই ছবি আমারি


তোরে ছাড়া বাঁচি আমি কেমনে




আজ এই আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকেই ধরে


ছন্নছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে …




আজ এই আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকেই ধরে


ছন্নছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে(২)




মাঝে মাঝে মনে পড়ে সেই সব দিনগুলো


তুই ছিলিনা যখন


মাঝে মাঝে কড়া নাড়ে সেই দিনগুলো


তুই ছিলিনা যখন


তুই রবি আমারি তুই ছবি আমারি


তোরে ছাড়া বাঁচি আমি কেমনে

Related Posts:

  • পরকীয়া আর আত্নহত্যা মাত্র এক সাপ্তাহের ব্যাবধানে ৪ টি তাজা প্রান অকালে প্রান হারালো সামাজিক বেশ্যাবৃত্তির কারনে। শিশু সামিউল মায়ের বেশ্যাগীরির কারনে দুনিয়া থেকে … Read More
  • কল্পনা এবং তুমি আমি ডুব দিয়ে তোমায় হাতড়ে খুঁজি জীবন নদীর বুকে , তুমি কল্পনারই ছলে আসো বাস্তবতার মাঝে । আমি হারাই আবার বিভোর হয়ে ভাবতে বসি তারে , সে আলোর ম… Read More
  • প্রিয়তম ফুল সুন্দর ফল সুন্দর আরো ঢের সুন্দর তুমি তোমার লাগিই সবি সুন্দর আকাশ বাতাস ভূমি। তোমার জন্যে ভোর সুন্দর সুর সুন্দর মিঠা সুরে গাওয়া তোমার জন্যে… Read More
  • গল্পঃ পরকীয়া শরৎকালর আকাশ ঝক ঝক করছে মাথার উপর। আকাশে ছানা কাটা মেঘ বেশ সুসজ্জিত। কাশবন ভরে গেছে ফুলে ফুলে। ভাপসা গরম কিছুটা কমতে শুরু করেছে, তারপরও ফোঁটায… Read More
  • পতিত বাড়িতে একা বাবা আর আমি শহরে এক আত্বীয়ের বাসা যাব, সেখানে রাত্রি অবস্থান করে সকালে চক্ষু হাস্পাতালে চোখের সমস্যার কারনে ডাক্তার দেখাব। শহর থেকে বাড়ি দূর… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!