এই বেলাশেষে এলে শেষ উৎসবে__ কী দেবো তোমাকে
কতটুকু নেবে তুমি, সব বিবর্ণ ঝরাপাতা__ ঝড়ে তাড়া খাওয়া পাখিদের শঙ্কিত স্বপন
সব বিকেলের জীর্ণ আলোর নুয়ে পড়া জীবন।
কত করে বলেছি__ এসো, বর্ষায় ভিজি__ তুমি সর্দিজ্বরের ভয়ে ছিলে
কত করে বলিছে এসো__ পার্কে যাবো__তুমি সমাজের চোখকে ফাকিঁ দিতে চাওনি
কত করে বলেছি, এসো__অবগাহন করি__তুমি অবৈধ ভ্রুনের ভয় করেছিলে
কত করে বলেছে, হাতে হাত রাখো প্রিয়তমা, তুমি বিদ্যুতষ্পৃষ্ট হবার ভয়ে ছিলে
এখন শেষ বেলায় এসে খুলে ধরলে চিঠির ঘাম, নুয়ে ফুলের মতোন কাছে এলে
তোমাকে আমি কী করে অভ্যর্থনা জানাবো ?
সময় বড় নিষ্ঠুর__পরিপূর্ণ করে__ আবার শূন্য করে দিয়ে শেখায় ধ্বংসের গান
কালস্রোতে ভেসে ভেসে ক্রমাগত আমাদের নষ্ট হতে থাকে সাধের পরাণ।
বেলাশেষে কিছু নেই___তোমাকে দেবো !!
0 comments:
Post a Comment