বেলাশেষে কিছু নেই_তোমাকে দেবো !!


এই বেলাশেষে এলে শেষ উৎসবে__ কী দেবো তোমাকে

কতটুকু নেবে তুমি, সব বিবর্ণ ঝরাপাতা__ ঝড়ে তাড়া খাওয়া পাখিদের শঙ্কিত স্বপন

সব বিকেলের জীর্ণ আলোর নুয়ে পড়া জীবন।

কত করে বলেছি__ এসো, বর্ষায় ভিজি__ তুমি সর্দিজ্বরের ভয়ে ছিলে

কত করে বলিছে এসো__ পার্কে যাবো__তুমি সমাজের চোখকে ফাকিঁ দিতে চাওনি

কত করে বলেছি, এসো__অবগাহন করি__তুমি অবৈধ ভ্রুনের ভয় করেছিলে

কত করে বলেছে, হাতে হাত রাখো প্রিয়তমা, তুমি বিদ্যুতষ্পৃষ্ট হবার ভয়ে ছিলে

এখন শেষ বেলায় এসে খুলে ধরলে চিঠির ঘাম, নুয়ে ফুলের মতোন কাছে এলে

তোমাকে আমি কী করে অভ্যর্থনা জানাবো ?

সময় বড় নিষ্ঠুর__পরিপূর্ণ করে__ আবার শূন্য করে দিয়ে শেখায় ধ্বংসের গান

কালস্রোতে ভেসে ভেসে ক্রমাগত আমাদের নষ্ট হতে থাকে সাধের পরাণ।

বেলাশেষে কিছু নেই___তোমাকে দেবো !!

Related Posts:

  • যৌনাবেগ লিয়াকত, এইদিকে আসো -- ইয়েস স্যার আমি যা দেখি তুমি কি তাই দেখো? -- ইয়েস স্যা । স্যার ঘাড় কি ডাইনে নাকি বাইয়ে ঘুরামু? ডাইনে ঘ… Read More
  • তখন ঝিলমিল রাত তারপর একসময় বৃষ্টি ধরে এল। একসময় মানে, শহরে সন্ধে নামার রাতকলি মুহূর্তে। বৃষ্টির বোলচাল বদলে এখন ঘনঘন রিমঝিম থেকে টিপিস-টিপিস। সে তেহাই দিচ্ছে… Read More
  • আলতো একটা চুমু দিয়ে বলব ভেবেছিলাম তোমায় সাথে করে ভাঙ্গা রাস্তাটির পাশ ধরে হাঁটব, সাথে করে মানালী যাব বেড়াতে, বরফের কুচি ছুঁড়ে মারব তোমার শরীরে; ভেবেছিলাম তোমার হাতে হা… Read More
  • জলকন্যার মধুজলে   জলকন্যার উল্কিতে রাত নামে রাত্রির ছড়ানো ইন্দ্রজাল   টুকরো সুখের মেঘমালায় প্রজাপতি   অন্ধকারের কাঞ্চনমালা।   শরীর… Read More
  • চুমু চুম্বন হল দুই ঠোঁটের স্পর্শ দিয়ে কাউকে আদর করা বা স্নেহ প্রকাশ করা। সাধারণভাবে প্রেম, কাম, স্নেহ, অনুরাগ, শ্রদ্ধা, সৌজন্য অথবা শুভেচ্ছা প্রক… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!