বেলাশেষে কিছু নেই_তোমাকে দেবো !!


এই বেলাশেষে এলে শেষ উৎসবে__ কী দেবো তোমাকে

কতটুকু নেবে তুমি, সব বিবর্ণ ঝরাপাতা__ ঝড়ে তাড়া খাওয়া পাখিদের শঙ্কিত স্বপন

সব বিকেলের জীর্ণ আলোর নুয়ে পড়া জীবন।

কত করে বলেছি__ এসো, বর্ষায় ভিজি__ তুমি সর্দিজ্বরের ভয়ে ছিলে

কত করে বলিছে এসো__ পার্কে যাবো__তুমি সমাজের চোখকে ফাকিঁ দিতে চাওনি

কত করে বলেছি, এসো__অবগাহন করি__তুমি অবৈধ ভ্রুনের ভয় করেছিলে

কত করে বলেছে, হাতে হাত রাখো প্রিয়তমা, তুমি বিদ্যুতষ্পৃষ্ট হবার ভয়ে ছিলে

এখন শেষ বেলায় এসে খুলে ধরলে চিঠির ঘাম, নুয়ে ফুলের মতোন কাছে এলে

তোমাকে আমি কী করে অভ্যর্থনা জানাবো ?

সময় বড় নিষ্ঠুর__পরিপূর্ণ করে__ আবার শূন্য করে দিয়ে শেখায় ধ্বংসের গান

কালস্রোতে ভেসে ভেসে ক্রমাগত আমাদের নষ্ট হতে থাকে সাধের পরাণ।

বেলাশেষে কিছু নেই___তোমাকে দেবো !!

Related Posts:

  • একজন স্বপ্নবাজের কাল্পনিক ভালোবাসা তোমাকে বড় বেশি প্রয়োজন আমার, চাঁদরূপ জোছনার মায়া তুমি, অন্ধকার রাতে পথ চলতে গিয়ে যদিওবা কখনো হোঁচট খাই; আমাকে জানি তুমিই পথ দেখাবে। তাইতো তোম… Read More
  • রাজী থাকলে বল... কাজহীন দিনে একাকীত্বের কষ্টে ভুগী চোখে এসে যায় বিরহের প্লাবন মাথা করে টনটন আর মনপ্রান আনচান বন্ধুর কল্পিত রুপকে ছুয়ে ছুমে যেতে ইচ্ছা করে তোমার… Read More
  • রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্দনাম ভানুসিংহ হল যেভাবে... রবি (রবীন্দ্রনাথ) আসলে যথেষ্ট লেখাপড়া করতেন, তবে চিরাচরিত প্রথায় নয, অন্য সবার মতো করে নয়, স্কুলে মাস্টারদের কাছে নয়। তিনি শিখতেন নিজের ভা… Read More
  • রুপকথার রাজকন্যা এবং বৃদ্ধ রাখাল! রুপকথার আকাশে আজ বিশাল একটা চাঁদ উঠেছে। চাঁদের আলোয় ঝলমল করছে চারদিক। প্রবল জোৎস্নায় নদীতে বান ডেকেছে। জোয়ার এসেছে মানুষের মনেও। বিস্তৃত চা… Read More
  • পরকীয়া শরৎকালর আকাশ ঝক ঝক করছে মাথার উপর। আকাশে ছানা কাটা মেঘ বেশ সুসজ্জিত। কাশবন ভরে গেছে ফুলে ফুলে। ভাপসা গরম কিছুটা কমতে শুরু করেছে, তারপরও ফোঁটা… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!