সেই আমার প্রিয়তমা


আমার এমন অসময়ে যে আমাকে হাসাবে,

হাত ধরে, পিঠে হাত ঠেকিয়ে বলবে-

কতটা সুখী তুমি,

তোমার চেয়ে বড় দুঃসময় পার করছে মানুষ,

ভেবো না, এই তো আর মাত্র কিছুটা সময় ;

আকাশের সব কালো মেঘ সরে যাবে,

আবারও হাসবে তুমি, হাসবে ভুবন।

সেই আমার প্রিয়তমা, সেই আমার প্রাণ প্রিয় বন্ধু।

মানুষের অসময় থাকে, সুসময় থাকে

অসময়ে মানুষ কাঁদে, সুসময় এলে ভাবে-

এই তো আছি বেশ।

বড় বেশী অসময়ে আছি, সুসময়ের অপেক্ষা্য।

Related Posts:

  • বিভ্রম কখনো দেখিনি তোমায় তবুও নিশ্চুপ কোনো এক সন্ধ্যায় নিস্তব্ধতা ভেঙে দেয়া ঝিরিঝিরি বৃষ্টিতে আনমনে উদাসী দৃষ্টি যখন দুরে বাহিরপানে আবদ্ধ হয় আবছা আল… Read More
  • অনার্য মেয়ে বন্ধুর পথ বেয়ে যখন হাঁটো__ ধানক্ষেতের মতোন নিতম্ব দোলে__ বক্ষে এক জোড়া ব্যাঙ ক্রমাগত নাচে__আদিবাসি ধাঁচে। অনার্য মেয়েদের কথা মনে হয়__মনে … Read More
  • পাহাড়ি কন্যা একটা মানুষের চেহারা, যদি হয় অপূর্ব লাবণ্যের প্রতীক, আর সে মানুষটা যদি হয় নারী, তাহলে তো মহাভাগ্যবতী! আবার মাঝে মাঝে সে লাবণ্যময়ী চেহারা নারীর … Read More
  • সেই আমার প্রিয়তমা আমার এমন অসময়ে যে আমাকে হাসাবে, হাত ধরে, পিঠে হাত ঠেকিয়ে বলবে- কতটা সুখী তুমি, তোমার চেয়ে বড় দুঃসময় পার করছে মানুষ, ভেবো না, এই তো আর মাত্র কি… Read More
  • পরকীয়া প্রেম "ফারহানা কলি" মনের মাঝে খুব অসস্থি। দারুন অপরাধবোধ কাজ করছে। এই পাপবোধের জন্য মনে হয় ঘুম আসছেনা । রাত নিশি হচ্ছে ক্রমশঃ। কিন্তু কীসের যেন এক দূর্নিবার নিষি… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!