সেই আমার প্রিয়তমা


আমার এমন অসময়ে যে আমাকে হাসাবে,

হাত ধরে, পিঠে হাত ঠেকিয়ে বলবে-

কতটা সুখী তুমি,

তোমার চেয়ে বড় দুঃসময় পার করছে মানুষ,

ভেবো না, এই তো আর মাত্র কিছুটা সময় ;

আকাশের সব কালো মেঘ সরে যাবে,

আবারও হাসবে তুমি, হাসবে ভুবন।

সেই আমার প্রিয়তমা, সেই আমার প্রাণ প্রিয় বন্ধু।

মানুষের অসময় থাকে, সুসময় থাকে

অসময়ে মানুষ কাঁদে, সুসময় এলে ভাবে-

এই তো আছি বেশ।

বড় বেশী অসময়ে আছি, সুসময়ের অপেক্ষা্য।

Related Posts:

  • মেয়ে তুমি শিউলি ফুল স্নিগ্ধ, শুভ্র কাজল কাল নয়ন তোমার, ঐ চাহনিতে ফুটে সহস্র শিউলি ফুল। ফুল ! সে তো ফুল নয়; শুধু ফুলই নয়, ওরা যেন তোমারই প্রতিবিম্ব। বলে কথা কেবলই … Read More
  • নীল মেঘের ছাউনী আজ মেয়েটির জন্ম দিন। তবে মেয়েটির আজকে ভিষণ মন খারাপ। কেননা তার অতি প্রিয় মানুষটি তাকে এখনো জন্মদিনের শুভেচ্ছা পর্যন্ত জানায়নি। মনে হয় ভু… Read More
  • সত্যিই কি ভূত আছে? আমি ভূত দেখিনি, কিন্ত্ত ভূতের ভয় পেয়েছিলাম৷ তোমরা ভাবছ এ আবার কেমন কথা৷ কী আশ্চর্যের কথা না! ভূত দেখিনি, অথচ ভূতের ভয়৷ তাহলে খুলেই বলি৷ গত জুল… Read More
  • নির্জন নির্লজ্জতায় নগ্নতা! প্রদীপখানি ফিরতে অনিচ্ছুক রক্তচক্ষুতে দেখছে স্বর্গীয়তা, প্রণয় প্রলেপ সর্বত্র বুলিয়ে সে কষ্টটুকুর সামান্য বহিঃপ্রকাশ! বিদায় লগ্নে তার পেছন ফি… Read More
  • মিথ্যে বলা রাজনীতি মানেই কি মিথ্যে বলা! নীতিহীন হয়ে নাকি পথ চলা! পথসভা, জনসভা যেখানেই যাই, মিথ্যে প্রতিশ্রুতি নীতি একটাই। অন্যের দোষটাকেই শুধু তুলে … Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!