আমার এমন অসময়ে যে আমাকে হাসাবে,
হাত ধরে, পিঠে হাত ঠেকিয়ে বলবে-
কতটা সুখী তুমি,
তোমার চেয়ে বড় দুঃসময় পার করছে মানুষ,
ভেবো না, এই তো আর মাত্র কিছুটা সময় ;
আকাশের সব কালো মেঘ সরে যাবে,
আবারও হাসবে তুমি, হাসবে ভুবন।
সেই আমার প্রিয়তমা, সেই আমার প্রাণ প্রিয় বন্ধু।
মানুষের অসময় থাকে, সুসময় থাকে
অসময়ে মানুষ কাঁদে, সুসময় এলে ভাবে-
এই তো আছি বেশ।
বড় বেশী অসময়ে আছি, সুসময়ের অপেক্ষা্য।
Related Posts:
মেয়ে তুমি শিউলি ফুল
স্নিগ্ধ, শুভ্র কাজল কাল নয়ন তোমার,
ঐ চাহনিতে ফুটে সহস্র শিউলি ফুল।
ফুল ! সে তো ফুল নয়; শুধু ফুলই নয়,
ওরা যেন তোমারই প্রতিবিম্ব।
বলে কথা কেবলই … Read More
নীল মেঘের ছাউনী
আজ মেয়েটির জন্ম দিন। তবে মেয়েটির আজকে ভিষণ মন খারাপ। কেননা তার অতি প্রিয় মানুষটি তাকে এখনো জন্মদিনের শুভেচ্ছা পর্যন্ত জানায়নি। মনে হয় ভু… Read More
সত্যিই কি ভূত আছে?
আমি ভূত দেখিনি, কিন্ত্ত ভূতের ভয় পেয়েছিলাম৷ তোমরা ভাবছ এ আবার কেমন কথা৷ কী আশ্চর্যের কথা না! ভূত দেখিনি, অথচ ভূতের ভয়৷ তাহলে খুলেই বলি৷ গত জুল… Read More
নির্জন নির্লজ্জতায় নগ্নতা!
প্রদীপখানি ফিরতে অনিচ্ছুক রক্তচক্ষুতে দেখছে স্বর্গীয়তা,
প্রণয় প্রলেপ সর্বত্র বুলিয়ে সে কষ্টটুকুর সামান্য বহিঃপ্রকাশ!
বিদায় লগ্নে তার পেছন ফি… Read More
মিথ্যে বলা
রাজনীতি মানেই কি
মিথ্যে বলা!
নীতিহীন হয়ে নাকি
পথ চলা!
পথসভা, জনসভা
যেখানেই যাই,
মিথ্যে প্রতিশ্রুতি
নীতি একটাই।
অন্যের দোষটাকেই
শুধু তুলে … Read More
" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!
0 comments:
Post a Comment