হয়তো আজই, মধ্য রাতের পর।।
ঘড়ির কাটা যখন পেরিয়ে গেছে বারোর পরেরও কিছু সংখ্যা
তখন জানলার কার্নিশ গলে আমার বিছানায় কোন জোছনা নেই।
ওপাশে শুধু অন্ধকার, যেন আলো খোঁজা শবশয্যার নিশ্ছিদ্র কবর।
তাই আজ রাতে কোন রূপকথাও নেই,
তাড়া নেই কাউকে ভালোবেসে কোন ছায়াপথ হাঁটার,
শুধু অখন্ড অবসর।।
বাতাসে জারুল গাছের পাতারা কাঁদে সর-সর
বহুদূর থেকে ভেসে আসে যেন কিছু অচেনা মৃদু শব্দের দীর্ঘশ্বাস।।
বৃত্তের মাঝে দাড়িয়ে হঠাৎ মনে হয় কেউ নেই, কখনো ছিলোও না যেন।
অন্ধ আমি বহুকাল কোন প্রিয়মুখ দেখি না।
স্পর্শ হয়ে আছে পক্ষাঘাতগ্রস্থ, বিবর্ণ
শুনি নি কোন প্রিয় কন্ঠের কল্লোল - জলোচ্ছ্বাস।।
আজ আমার আদিগন্ত বিস্তৃত মশারীর জালে পাক খেয়ে সাপ হয়ে জড়ায় নিঃসঙ্গতা।।
বাড়ির উঠোনে কার যেন ত্রস্ত পায়ের চলাচল
সময় তবে বুঝি ফুরিয়ে এলো,
কিছু পরেই হয়তো দরজায় করাঘাত,
তারপর কিছু একটা হাটু গেড়ে চেপে বসবে বুকের উপর।
মটমট শব্দে ধীরে ভাঙ্গবে পাঁজরের হাড়।
তারপর .....হয়তো মুক্তি,
...হয়তো শূন্যতা।।
আমি দু'য়েরই অপেক্ষায় আছি।
হয়তো সকাল, নয়তো মৃত্যুর।।
মাঝে আমার জানলা শূন্য ছোট্র ঘরের মশারীতে জমাট বাঁধে
বুকের দূষিত হীম শীতল বাষ্প শিশির।।
Related Posts:
অশ্রু ভেজা চিঠি
একটা ছেলে প্রতিদিন রাস্তার পাশে দাড়িয়ে থাকত আর এক নজরে তাকিয়ে থেকে একটা মেয়েকে দেখতো। কিন্তু মেয়েটা তাকে পাত্তা দিত না । একবছর পরে মেয়েট… Read More
এই দুষ্টু ছেলে, কি দেখো?
এই দুষ্টু ছেলে, কি দোখো?- একটা মিষ্টি মেয়েকে দেখি!
- কে সে?
-তুমি!
-আচ্ছা, তুমি ক্লাস করো নাকি শুধু আমাকেই দেখো?
-কি জানি, তোমা… Read More
শুধু একবার বল "ভালবাসি
শুধু একবার বল "ভালবাসি"! একটা তাজমহল
হয়তো বানাতে পারব না, তবু গড়বো বাবুই
পাখির মত ছোট্ট সুখের এক নীড়।
শুধু একবার হাসো আমার পানে চেয়ে!
আকা… Read More
প্রতিভার জাদুতে
তারুণ্যের উচ্ছ্বাসের মাঝেই তার নিত্য বসবাস। শৈশব থেকেই মিডিয়ার প্রতি আগ্রহ ছিল। একটা সময় স্বপ্ন দেখতেন পারফর্মিং মিডিয়ায় কাজ করার। নিজে… Read More
নারীর বুকের শীত
অ.
চাকরির ইন্টারভিউ দিতে বের হওয়ার সময় মবিন দরজায় উষ্টা খায়।
মবিন গ্রামের প্রায় অসচ্ছল পরিবারের একমাত্র ছেলে। জন্মসূত্রে সেতারবাদক, ত… Read More
" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!
0 comments:
Post a Comment