নাতিশীতোষ্ণ শরীরে ভালোবাসার স্পর্শ দিতে গিয়ে


নাতিশীতোষ্ণ শরীরে ভালোবাসার স্পর্শ দিতে গিয়ে যে অভ্যর্থনা পেয়েছিলাম

তুমি কাছে নেই বলে অক্টোবরের সকাল বেশ লাগছে আজ

প্রসবোত্তর এক শিশুর মতোন বড় পবিত্র মনে হচ্ছে__

লিফ্ট থেকে বের হওয়া এক নির্জন মানবীর দৃশ্যের মতোন মনে হচ্ছে।

রাতের আঁধারে আলগোছে বস্ত্রাবরণ খুললে যে শাঁস বেরিয়ে আসে

তার উষ্ণতার মতোন মনে হচ্ছে আজকের সকাল__

কিংবা বুকের ঢাকি উল্টোলে বেরিয়ে আসে যে ফুটফুটে হাঁস

সে হাসের তৈ তৈ নিষ্পাপ শব্দের মতোন মনে হচ্ছে আজকের সকাল।

নাতিশীতোষ্ণ শরীরে ভালোবাসার স্পর্শ দিতে গিয়ে যে অভ্যর্থনা পেয়েছিলাম

সেই অভ্যর্থনার মতোন বেশ আতিথেয়তার পরশ পাচ্ছি আজকের সকালে।

শীতের ভাঁপা পিঠার মতোন তোমার শরীর থেকে ক্রমাগত বেরুচ্ছে উষ্ণ ঘ্রাণ

আজকের এই অক্টোবরের সকালে অাচমকা কেনো জানি জেগে উঠলো প্রাণ।

Related Posts:

  • রবি ঠাকুরের যত মজার ঘটনা ১। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের প্রিয় ছাত্রদের অন্যতম ছিলেন কথাশিল্পী প্রমথনাথ বিশী। তো, একবার প্রমথনাথ বিশী কবিগুরুর সঙ্গে শান্তিনিকেতনের আশ্… Read More
  • রাজী থাকলে বল... কাজহীন দিনে একাকীত্বের কষ্টে ভুগী চোখে এসে যায় বিরহের প্লাবন মাথা করে টনটন আর মনপ্রান আনচান বন্ধুর কল্পিত রুপকে ছুয়ে ছুমে যেতে ইচ্ছা করে তোমার… Read More
  • রুপার আত্মকথন আজ খুব নিঃসঙ্গ লাগছে রুপার। আকাশটা কালো মেঘে ছেয়ে গেছে। চাঁদ ছিল কিন্তু মেঘের আড়ালে ঢাকা পরেছে। মনে হচ্ছে নিজের দুঃখের সাথে বুঝি আকাশও দুঃখে… Read More
  • রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্দনাম ভানুসিংহ হল যেভাবে... রবি (রবীন্দ্রনাথ) আসলে যথেষ্ট লেখাপড়া করতেন, তবে চিরাচরিত প্রথায় নয, অন্য সবার মতো করে নয়, স্কুলে মাস্টারদের কাছে নয়। তিনি শিখতেন নিজের ভা… Read More
  • রুপকথার রাজকন্যা এবং বৃদ্ধ রাখাল! রুপকথার আকাশে আজ বিশাল একটা চাঁদ উঠেছে। চাঁদের আলোয় ঝলমল করছে চারদিক। প্রবল জোৎস্নায় নদীতে বান ডেকেছে। জোয়ার এসেছে মানুষের মনেও। বিস্তৃত চা… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!