মধু ভাগ বুঝে না


ভেতরে একটা পশুর বসতি

হিংস্রতার মোড়কে যে পথ চলে,

মাঝে মাঝে লোক দেখানো নীতিকথার

বুলি আওড়ায়;

মধু ভাগ বুঝে না, শুধু নিজেরটাই বুঝে।

পদাঘাত যতই করনা কেন-

রাস্তা কি প্রতিবাদ করে!

কাঁদা মাটির রাস্তায় পথ চলার দক্ষতা

কাউকে শিখিয়ে দিতে হয় না

পথিক আপনা থেকে শিখে নেয়।

ধর্ম শিক্ষা তো শিশু আর বৃদ্ধের কাজ,

মাঝখানে বসতি সমাজ সংস্কারকদের

যারা লোকদেখানো কার্যাদি ভুলেনা কখনো।

সামনের পথ ছোট

অনেক, অনেক ছোট;

তাই আদি অন্ত সবটুকু বুঝ।

Related Posts:

  • গল্পঃ পরকীয়া শরৎকালর আকাশ ঝক ঝক করছে মাথার উপর। আকাশে ছানা কাটা মেঘ বেশ সুসজ্জিত। কাশবন ভরে গেছে ফুলে ফুলে। ভাপসা গরম কিছুটা কমতে শুরু করেছে, তারপরও ফোঁটায… Read More
  • কল্পনা এবং তুমি আমি ডুব দিয়ে তোমায় হাতড়ে খুঁজি জীবন নদীর বুকে , তুমি কল্পনারই ছলে আসো বাস্তবতার মাঝে । আমি হারাই আবার বিভোর হয়ে ভাবতে বসি তারে , সে আলোর ম… Read More
  • একটি সত্যি ভালোবাসার গল্প সপ্না আর নিলয় ছোট বেলা থেকেই একসাথে বড় হয়। সপ্নার বাবা ট্যাক্সি চালায়, আর নিলয়ের বাবা একজন হোমিওপ্যাথি ডাক্তার। দুই ফ্যামিলির মধ্যে সম্পর… Read More
  • মোবাইল প্রেমের একটা কাহিনী সময়টা ২০০৫ বা তার কাছাকাছি , গাইবান্ধা সরকারী কলেজের মাঠে কতগুলো ছেলে গোল হয়ে আড্ডা দিচ্ছে । এখন ১ বা দেড় টাকায় যেখানে ১ মিনিট কথা বলাযায়… Read More
  • যৌবনের সুবাস ভাসতে শুরু করেছে মাত্র গত দুমাস ধরে রুবি আমার সামনে মুলা ঝুলিয়ে রেখেছিল নববর্ষের প্রথম দিনে সব হবে। দুদিন ধরে সবকিছু করার প্রস্ততি নিচ্ছি আমি। রুবেলদের বাসায় ডেটিঙ… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!