মধু ভাগ বুঝে না


ভেতরে একটা পশুর বসতি

হিংস্রতার মোড়কে যে পথ চলে,

মাঝে মাঝে লোক দেখানো নীতিকথার

বুলি আওড়ায়;

মধু ভাগ বুঝে না, শুধু নিজেরটাই বুঝে।

পদাঘাত যতই করনা কেন-

রাস্তা কি প্রতিবাদ করে!

কাঁদা মাটির রাস্তায় পথ চলার দক্ষতা

কাউকে শিখিয়ে দিতে হয় না

পথিক আপনা থেকে শিখে নেয়।

ধর্ম শিক্ষা তো শিশু আর বৃদ্ধের কাজ,

মাঝখানে বসতি সমাজ সংস্কারকদের

যারা লোকদেখানো কার্যাদি ভুলেনা কখনো।

সামনের পথ ছোট

অনেক, অনেক ছোট;

তাই আদি অন্ত সবটুকু বুঝ।

Related Posts:

  • প্রতিভার জাদুতে তারুণ্যের উচ্ছ্বাসের মাঝেই তার নিত্য বসবাস। শৈশব থেকেই মিডিয়ার প্রতি আগ্রহ ছিল। একটা সময় স্বপ্ন দেখতেন পারফর্মিং মিডিয়ায় কাজ করার। নিজে… Read More
  • জরায়ু ক্যানসার রোধে ব্যায়াম প্রতিদিন নিয়মিত ব্যায়াম, পরিমিত আহার ও সম্ভব হলে এক কাপ কফি পান করলে মহিলাদের জরায়ু ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যায়। নতুন এক গব… Read More
  • নিষিদ্ধ জগতের নারী কাহিনী গ্ল্যামার, একশন, লাইট, সেট, কাট এসবই এই জগতের পরিচিত শব্দ। লোক দেখানো লৌকিকতায় নারী এখনো পণ্য। সেই জগতের হাতছানিতেই মডেল হবার স্বপ্ন কাজ করে … Read More
  • নারীর বুকের শীত অ. চাকরির ইন্টারভিউ দিতে বের হওয়ার সময় মবিন দরজায় উষ্টা খায়। মবিন গ্রামের প্রায় অসচ্ছল পরিবারের একমাত্র ছেলে। জন্মসূত্রে সেতারবাদক, ত… Read More
  • মিশরীয় প্রেমের রহস্য মিশর রহস্যর সন্তুর প্রেমিকা ত্রিধাকে এবার নিজের প্রেমিকা বানিয়ে ফেললেন অগ্নিদেব-পুত্র আকাশ চট্টোপাধ্যায়! শোনা যাচ্ছে, টলিউডে নবাগতা ত্রিধা চৌ… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!