পরকীয়া আর আত্নহত্যা


মাত্র এক সাপ্তাহের ব্যাবধানে ৪ টি তাজা প্রান অকালে প্রান হারালো সামাজিক বেশ্যাবৃত্তির কারনে। শিশু সামিউল মায়ের বেশ্যাগীরির কারনে দুনিয়া থেকে বিদায় নিল আর তারো ৩ দিন আগে বাবার লালসার শিকার হয়ে মা-সন্তান আত্নহত্যা করলো ঢাকা শহরে। এমন ঘটনা এত বেশি ঘটছে যে আগের মত আমাদেরকে এসব আর বেশি সময় শোকে কাতর করতে পারেনা।


বাংলাদেশ বিশেষ করে ঢাকা এখন বেশ্যাদের নগরীতে পরিনিত হয়েছে। এখানে অকাতরে নারী পুরুষ নিজেদের শরীল বিক্রি করছেন। কি গুলশান আর কি মগবাজারের বস্তি সবজায়গায় একই অবস্থা। কি ঢাবির ক্যাপাস কি নর্থসাউথের ক্যাম্পাস, বেশ্যারা সর্বত্র তাদের নেটওয়ার্ক বিসৃত করেছে। কুকুরের মত কেউ রিক্সা,কার, ফুটপাত, গাছের আড়ালে সারছে তাদের জৈবিক আকাম।


যাহোক এবার শিরোনামের ব্যাপারে আসি। গত কিছুদিন আগে দেশ টিভিতে একটি সেমিনার এর খবর পরিবেশিত হচ্ছিল। তাতে বিশিষ্ট নাট্যকার,অভিনেতা মামুনুর রশীদ বলছিলেন হিন্দি চ্যানেলগুলা বন্ধ করে দিতে, কারন হিসাবে তিনি বলছিলেন ঢাকা শহরের ৬০% ডিভোর্স এবং পারিবারিক কারন হচ্ছে হিন্দি চ্যানেলের সিরিয়ালগুলি। অবশ্য যথারীতি তার একথার প্রতিবাদ করেন আরেক মিডিয়া ব্যাক্তিত্ত রামেন্দ্র মজুমদার। তিনি বলেন ভারতীয় চ্যানেল বন্ধ করা যাবেনা।


মামুনুর রশীদ যে ঠিক বলেছেন আমি শিউর, কারন সিরিয়ালগুলাতে শিখানো হয় পরকীয়া এবং কিভাবে অবৈধ সম্পর্ক করা যায় তা। আর আমাদের তরুনীরা এসব সিরিয়াল দেখি চিপা চিপা প্যান্ট পড়ে আর ছেলেরা তা দেখে ইভটিজিং করে। দোষ সবার , আর ধমীয় অনুশাসন না থাকা এসব অপরাধকে আরো বাড়িয়ে দিচ্ছে। আসুন আমরা আমাদের ঘর সামলাই এরপর সমাজ তারপর দেশ।


মিডিয়া সমাজ বিনির্মাণে অথবা ধংসের প্রভাবক নয়কি?

Related Posts:

  • ইতিহাস বিখ্যাত চুরি লিওনার্দো দা ভিঞ্চির অমর সৃষ্টি “মোনালিসা” এর কথা কে না জানে? অদ্ভুত সুন্দরী মোনালিসার প্রতিকৃতিটি বিখ্যাত হয়ে আছে কেবল তার অধরে মুচকি হাসির … Read More
  • বেলাশেষে কিছু নেই_তোমাকে দেবো !! এই বেলাশেষে এলে শেষ উৎসবে__ কী দেবো তোমাকে কতটুকু নেবে তুমি, সব বিবর্ণ ঝরাপাতা__ ঝড়ে তাড়া খাওয়া পাখিদের শঙ্কিত স্বপন সব বিকেলের জীর্ণ আলোর নুয়ে … Read More
  • বড় একা আমি " বড় একা আমি " আজ এই আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকেই ধরে ছন্নছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে(২) মাঝে মাঝে মনে পড়ে সেই সব দিন… Read More
  • সুন্দর একটা ঘর ঝিনুক একেবারেই টায়ার্ড।সে প্রায় তিন ঘন্টা গরমের মধ্যে বউ সেজে শুয়ে আছে।আজ তার বাসর রাত-তার বর তার পাশেই ঘুমিয়ে আছে।না,ওর বর এতোটা কেলাস হতেও প… Read More
  • আমার ভুলের স্রোতে ভেসে যাওয়া তোমার ভালবাসা ভালবাসা ব্যাপারটা সম্ভবত একটা ছোট্ট শিশিতে ভরা থাকে।মাঝে মাঝে সেই শিশিটা খুলে দিলে হয়তো ঘ্রান সব জায়গায় ছড়িয়ে পরে।নীরার প্রতি আমার ভালবাসাটাও … Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!