পরকীয়া আর আত্নহত্যা


মাত্র এক সাপ্তাহের ব্যাবধানে ৪ টি তাজা প্রান অকালে প্রান হারালো সামাজিক বেশ্যাবৃত্তির কারনে। শিশু সামিউল মায়ের বেশ্যাগীরির কারনে দুনিয়া থেকে বিদায় নিল আর তারো ৩ দিন আগে বাবার লালসার শিকার হয়ে মা-সন্তান আত্নহত্যা করলো ঢাকা শহরে। এমন ঘটনা এত বেশি ঘটছে যে আগের মত আমাদেরকে এসব আর বেশি সময় শোকে কাতর করতে পারেনা।


বাংলাদেশ বিশেষ করে ঢাকা এখন বেশ্যাদের নগরীতে পরিনিত হয়েছে। এখানে অকাতরে নারী পুরুষ নিজেদের শরীল বিক্রি করছেন। কি গুলশান আর কি মগবাজারের বস্তি সবজায়গায় একই অবস্থা। কি ঢাবির ক্যাপাস কি নর্থসাউথের ক্যাম্পাস, বেশ্যারা সর্বত্র তাদের নেটওয়ার্ক বিসৃত করেছে। কুকুরের মত কেউ রিক্সা,কার, ফুটপাত, গাছের আড়ালে সারছে তাদের জৈবিক আকাম।


যাহোক এবার শিরোনামের ব্যাপারে আসি। গত কিছুদিন আগে দেশ টিভিতে একটি সেমিনার এর খবর পরিবেশিত হচ্ছিল। তাতে বিশিষ্ট নাট্যকার,অভিনেতা মামুনুর রশীদ বলছিলেন হিন্দি চ্যানেলগুলা বন্ধ করে দিতে, কারন হিসাবে তিনি বলছিলেন ঢাকা শহরের ৬০% ডিভোর্স এবং পারিবারিক কারন হচ্ছে হিন্দি চ্যানেলের সিরিয়ালগুলি। অবশ্য যথারীতি তার একথার প্রতিবাদ করেন আরেক মিডিয়া ব্যাক্তিত্ত রামেন্দ্র মজুমদার। তিনি বলেন ভারতীয় চ্যানেল বন্ধ করা যাবেনা।


মামুনুর রশীদ যে ঠিক বলেছেন আমি শিউর, কারন সিরিয়ালগুলাতে শিখানো হয় পরকীয়া এবং কিভাবে অবৈধ সম্পর্ক করা যায় তা। আর আমাদের তরুনীরা এসব সিরিয়াল দেখি চিপা চিপা প্যান্ট পড়ে আর ছেলেরা তা দেখে ইভটিজিং করে। দোষ সবার , আর ধমীয় অনুশাসন না থাকা এসব অপরাধকে আরো বাড়িয়ে দিচ্ছে। আসুন আমরা আমাদের ঘর সামলাই এরপর সমাজ তারপর দেশ।


মিডিয়া সমাজ বিনির্মাণে অথবা ধংসের প্রভাবক নয়কি?

Related Posts:

  • পরকীয়া শরৎকালর আকাশ ঝক ঝক করছে মাথার উপর। আকাশে ছানা কাটা মেঘ বেশ সুসজ্জিত। কাশবন ভরে গেছে ফুলে ফুলে। ভাপসা গরম কিছুটা কমতে শুরু করেছে, তারপরও ফোঁটা… Read More
  • যৌবন-বন্দি খেলা দেরি করে সচেতন হলে লাভ নেই। শরীরে তারুণ্য আসার সঙ্গে সঙ্গেই তাকে আটকে রাখার ব্যবস্থা করুন। তা হলেই বলিরেখার দিন পিছু হটবে। বাইশ থেকে বিরাশি… Read More
  • একজন স্বপ্নবাজের কাল্পনিক ভালোবাসা তোমাকে বড় বেশি প্রয়োজন আমার, চাঁদরূপ জোছনার মায়া তুমি, অন্ধকার রাতে পথ চলতে গিয়ে যদিওবা কখনো হোঁচট খাই; আমাকে জানি তুমিই পথ দেখাবে। তাইতো তোম… Read More
  • ইতিহাস বিখ্যাত চুরি লিওনার্দো দা ভিঞ্চির অমর সৃষ্টি “মোনালিসা” এর কথা কে না জানে? অদ্ভুত সুন্দরী মোনালিসার প্রতিকৃতিটি বিখ্যাত হয়ে আছে কেবল তার অধরে মুচকি হাসির … Read More
  • রাজী থাকলে বল... কাজহীন দিনে একাকীত্বের কষ্টে ভুগী চোখে এসে যায় বিরহের প্লাবন মাথা করে টনটন আর মনপ্রান আনচান বন্ধুর কল্পিত রুপকে ছুয়ে ছুমে যেতে ইচ্ছা করে তোমার… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!