পরকীয়া আর আত্নহত্যা


মাত্র এক সাপ্তাহের ব্যাবধানে ৪ টি তাজা প্রান অকালে প্রান হারালো সামাজিক বেশ্যাবৃত্তির কারনে। শিশু সামিউল মায়ের বেশ্যাগীরির কারনে দুনিয়া থেকে বিদায় নিল আর তারো ৩ দিন আগে বাবার লালসার শিকার হয়ে মা-সন্তান আত্নহত্যা করলো ঢাকা শহরে। এমন ঘটনা এত বেশি ঘটছে যে আগের মত আমাদেরকে এসব আর বেশি সময় শোকে কাতর করতে পারেনা।


বাংলাদেশ বিশেষ করে ঢাকা এখন বেশ্যাদের নগরীতে পরিনিত হয়েছে। এখানে অকাতরে নারী পুরুষ নিজেদের শরীল বিক্রি করছেন। কি গুলশান আর কি মগবাজারের বস্তি সবজায়গায় একই অবস্থা। কি ঢাবির ক্যাপাস কি নর্থসাউথের ক্যাম্পাস, বেশ্যারা সর্বত্র তাদের নেটওয়ার্ক বিসৃত করেছে। কুকুরের মত কেউ রিক্সা,কার, ফুটপাত, গাছের আড়ালে সারছে তাদের জৈবিক আকাম।


যাহোক এবার শিরোনামের ব্যাপারে আসি। গত কিছুদিন আগে দেশ টিভিতে একটি সেমিনার এর খবর পরিবেশিত হচ্ছিল। তাতে বিশিষ্ট নাট্যকার,অভিনেতা মামুনুর রশীদ বলছিলেন হিন্দি চ্যানেলগুলা বন্ধ করে দিতে, কারন হিসাবে তিনি বলছিলেন ঢাকা শহরের ৬০% ডিভোর্স এবং পারিবারিক কারন হচ্ছে হিন্দি চ্যানেলের সিরিয়ালগুলি। অবশ্য যথারীতি তার একথার প্রতিবাদ করেন আরেক মিডিয়া ব্যাক্তিত্ত রামেন্দ্র মজুমদার। তিনি বলেন ভারতীয় চ্যানেল বন্ধ করা যাবেনা।


মামুনুর রশীদ যে ঠিক বলেছেন আমি শিউর, কারন সিরিয়ালগুলাতে শিখানো হয় পরকীয়া এবং কিভাবে অবৈধ সম্পর্ক করা যায় তা। আর আমাদের তরুনীরা এসব সিরিয়াল দেখি চিপা চিপা প্যান্ট পড়ে আর ছেলেরা তা দেখে ইভটিজিং করে। দোষ সবার , আর ধমীয় অনুশাসন না থাকা এসব অপরাধকে আরো বাড়িয়ে দিচ্ছে। আসুন আমরা আমাদের ঘর সামলাই এরপর সমাজ তারপর দেশ।


মিডিয়া সমাজ বিনির্মাণে অথবা ধংসের প্রভাবক নয়কি?

Related Posts:

  • হীন চরিত্র আকর্ষণীয়? যুক্তরাষ্ট্রের মিন গার্লস চলচ্চিত্রের একটি দৃশ্যহীন চরিত্রের মানুষ শারীরিকভাবে অন্যদের চেয়ে বেশি আকর্ষণীয় বলে ধারণা প্রচলিত রয়েছে। তবে আসল … Read More
  • নাতিশীতোষ্ণ শরীরে ভালোবাসার স্পর্শ দিতে গিয়ে নাতিশীতোষ্ণ শরীরে ভালোবাসার স্পর্শ দিতে গিয়ে যে অভ্যর্থনা পেয়েছিলাম তুমি কাছে নেই বলে অক্টোবরের সকাল বেশ লাগছে আজ প্রসবোত্তর এক শিশুর মতোন বড় পব… Read More
  • সবুজ রমনীরা এইসব সাম্প্রতিক সময়!!! বড্ড অবাধ্য এই নাকের জল! জড়িয়ে যাবে সুস্মিতাদের উড়ে যাওয়া সবুজ ওড়নায়! একটু উষ্ণতার জন্য রাত বেড়ে মাঝ রাতে তপ্ত-উত… Read More
  • নিশাচরের একরাত হয়তো আজই, মধ্য রাতের পর।। ঘড়ির কাটা যখন পেরিয়ে গেছে বারোর পরেরও কিছু সংখ্যা তখন জানলার কার্নিশ গলে আমার বিছানায় কোন জোছনা নেই। ওপাশে শুধু অন্ধক… Read More
  • মধু ভাগ বুঝে না ভেতরে একটা পশুর বসতি হিংস্রতার মোড়কে যে পথ চলে, মাঝে মাঝে লোক দেখানো নীতিকথার বুলি আওড়ায়; মধু ভাগ বুঝে না, শুধু নিজেরটাই বুঝে। পদাঘাত যতই করন… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!