ফুল সুন্দর ফল সুন্দর আরো ঢের সুন্দর তুমি
তোমার লাগিই সবি সুন্দর আকাশ বাতাস ভূমি।
তোমার জন্যে ভোর সুন্দর সুর সুন্দর মিঠা সুরে গাওয়া
তোমার জন্যেই সাগর নাচে বহে দখিনা হিমেল হাওয়া।
প্রিয়তম তুমি সুন্দর মনোরম বাইবেল গীতা সম পূত
মায়ার বন্ধন বিরহ ক্রন্দন মম অন্তর তবু অর্চনায় রত।
তোমার সারা অঙ্গে বিরাজ করে পূর্ণ চাঁদের সৌন্দর্য
মিছেই কেন ঢেকে রেখেছ বিধাতার শৈল্পিক কারুকার্য।
0 comments:
Post a Comment