ফুল সুন্দর ফল সুন্দর আরো ঢের সুন্দর তুমি
তোমার লাগিই সবি সুন্দর আকাশ বাতাস ভূমি।
তোমার জন্যে ভোর সুন্দর সুর সুন্দর মিঠা সুরে গাওয়া
তোমার জন্যেই সাগর নাচে বহে দখিনা হিমেল হাওয়া।
প্রিয়তম তুমি সুন্দর মনোরম বাইবেল গীতা সম পূত
মায়ার বন্ধন বিরহ ক্রন্দন মম অন্তর তবু অর্চনায় রত।
তোমার সারা অঙ্গে বিরাজ করে পূর্ণ চাঁদের সৌন্দর্য
মিছেই কেন ঢেকে রেখেছ বিধাতার শৈল্পিক কারুকার্য।
Related Posts:
শুধু একবার বল "ভালবাসি
শুধু একবার বল "ভালবাসি"! একটা তাজমহল
হয়তো বানাতে পারব না, তবু গড়বো বাবুই
পাখির মত ছোট্ট সুখের এক নীড়।
শুধু একবার হাসো আমার পানে চেয়ে!
আকা… Read More
নারীর বুকের শীত
অ.
চাকরির ইন্টারভিউ দিতে বের হওয়ার সময় মবিন দরজায় উষ্টা খায়।
মবিন গ্রামের প্রায় অসচ্ছল পরিবারের একমাত্র ছেলে। জন্মসূত্রে সেতারবাদক, ত… Read More
চুমু
চুম্বন হল দুই ঠোঁটের স্পর্শ দিয়ে কাউকে আদর করা বা স্নেহ প্রকাশ করা। সাধারণভাবে প্রেম, কাম, স্নেহ, অনুরাগ, শ্রদ্ধা, সৌজন্য অথবা শুভেচ্ছা প্রক… Read More
এই দুষ্টু ছেলে, কি দেখো?
এই দুষ্টু ছেলে, কি দোখো?- একটা মিষ্টি মেয়েকে দেখি!
- কে সে?
-তুমি!
-আচ্ছা, তুমি ক্লাস করো নাকি শুধু আমাকেই দেখো?
-কি জানি, তোমা… Read More
অশ্রু ভেজা চিঠি
একটা ছেলে প্রতিদিন রাস্তার পাশে দাড়িয়ে থাকত আর এক নজরে তাকিয়ে থেকে একটা মেয়েকে দেখতো। কিন্তু মেয়েটা তাকে পাত্তা দিত না । একবছর পরে মেয়েট… Read More
" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!
0 comments:
Post a Comment