তবু তোমাকেই ভালোবাসি


কিংবা পাল্টাবে মুখোশ, তবু তোমাকেই ভালোবাসি,

শাফিক আফতাব...............

জানি, আগুনে হাত পুড়ে যায়__তবু আগুন নিয়ে খেলেছি

জানি তুমি কষ্ট দেবে__তবু ভালোবেসেছি।

জানি মানুষগুলোয় সেরা শয়তান__তবু তাদের সাথে পেতেছি মিতালী

জানি এই আদম সন্তান বিদেশে পারবেনা পাঠাতে__তবু ডীডহীন টাকা দিয়েছি।

জানি যাকে আজ সন্তানের মতোন প্রতিপালন করলাম

সেই একদিন আমার কাল হবে__তবু তাকে আমি পিতৃত্ব দিয়েছি

জানি এই আগুন্তক অতিথি সংগোপেণে হাতড়াবে আমার নথিপত্র__কিংবা পাচার করবেন গোপণ তথ্যপ্রমাণ

তবু তাকে আমি আতিথেয়তায় ঋদ্ধ করেছি।

জানি তুমিও চিরদিন পাশে রবে না

তোমার যে ভালোবাসা, তা ভোরের শিশিরের মতোন, কিংবা মৌসুমী বাতাস__

রক্তে হিমোগ্লোবিন কমে গেলে তাও ফিকে হবে, কিংবা তুমি পাল্টাবে মুখোশ

তবু আমি তোমাকেই ভালোবাসি,

আমি জানি, আমার এই আজকের সঞ্চয় সব ভাগাড়ের স্তপ হবে

তবু আমি কাজ করে চলেছি__পাঠমগ্ন একজন মেধাবী ছাত্র।

Related Posts:

  • নিজস্বতায় ভেসেছি নিজস্বতায় ভেসেছি,শপথ ভাঙার ব্যাকুলতায়।অনাকাঙ্খি ত ভয়ে হারিয়েছি আপনত্ত্বের কুল। হঠাৎ যখন বুঝতে পারলাম,আত্মতৃপ্তির আশায় উন্মাদ হলাম। অবিরাম… Read More
  • নীরার পৃথিবী চরম বিরক্তি নিয়ে মাথার উপর ঘুরতে থাকা ফ্যানটা দেখছে নীরা। গরুর গাড়ির চাকার সাথে অদ্ভুত একটা মিল আছে ফ্যানটার। গ্রামের রাস্তায় ধীর গতিতে ক্যাঁচ… Read More
  • দুঃখ লিখে দুঃখ বিনাস মনের মধ্যে জমা হওয়া দুঃখ-কষ্টের কথা লিখে ফেললে মন হাল্কা হয়। সেই সঙ্গে শারীরিক আঘাত-ক্ষতও জলদি মিলিয়ে যায়! নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্… Read More
  • প্রেয়সী-বিকেল এবং আমি আমি আজ প্রেয়সীর পাশে বসে অনর্গল স্পন্সর গুনে যাই জীবনের আংগুলের আয়েশী নখের ভিতর জমে যাওয়া নীল কিছু দাগ বার বার অনিশ্চয়তার হাই তোলে তাই নিশ্… Read More
  • জলকন্যার মধুজলে   জলকন্যার উল্কিতে রাত নামে রাত্রির ছড়ানো ইন্দ্রজাল   টুকরো সুখের মেঘমালায় প্রজাপতি   অন্ধকারের কাঞ্চনমালা।   শরীর… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!