মধ্যরাতের রাজপথে দেখি এক নারী


মধ্যরাতের রাজপথে দেখি এক নারীর শরীর, 


যে নায়িকা ছিল কোনকালে এই ধরনীর। 


দেহ পুড়েছে তার বণিকের ক্ষুথিত উত্তাপে, 


দেহের রক্ত নিয়ে রেখেছে নখের ছাপ।


দেখে মনে হয় . 


বহুভোগ্যা এই নারী, 


এ হূদয় সেই হৃদয় নয় । 


এই নারী রানী ছিল অন্ধকার রাতের ,



আজ দেখি সেই নারী রাজপথে আর্তনাদ করে । 


আজ মুখে লাবণ্য নেই জেগে আছে ভয় ও বিস্ময়।


তনুর তনিমা ঘিরে আজ নেই সেই হূদয়ের ডাক। 

Related Posts:

  • মধু ভাগ বুঝে না ভেতরে একটা পশুর বসতি হিংস্রতার মোড়কে যে পথ চলে, মাঝে মাঝে লোক দেখানো নীতিকথার বুলি আওড়ায়; মধু ভাগ বুঝে না, শুধু নিজেরটাই বুঝে। পদাঘাত যতই করন… Read More
  • সবুজ রমনীরা এইসব সাম্প্রতিক সময়!!! বড্ড অবাধ্য এই নাকের জল! জড়িয়ে যাবে সুস্মিতাদের উড়ে যাওয়া সবুজ ওড়নায়! একটু উষ্ণতার জন্য রাত বেড়ে মাঝ রাতে তপ্ত-উত… Read More
  • ইয়া দ্বীপের জাদুকরী সার্সি গ্রিক পুরাণের মোহময়ী সুন্দরী ও কুহকিনী হলেন সার্সি। সূর্যদেবতা হেলিওস ও সমুদ্রপরী পার্সির মেয়ে। কোনো কোনো কাহিনীতে তাকে মায়াদেবী হেকেটির কন্যা… Read More
  • ভালোবাসা শুধু তুমি (১) এ জীবনে শুধু তুমি এ ভুবনে শুধু তুমি এই অন্তরে শুধু তুমি ভালোবাসা শুধু তুমি । (২) যৌবনে শুধু তুমি বৃদ্ধকালে শুধু তুমি … Read More
  • হীন চরিত্র আকর্ষণীয়? যুক্তরাষ্ট্রের মিন গার্লস চলচ্চিত্রের একটি দৃশ্যহীন চরিত্রের মানুষ শারীরিকভাবে অন্যদের চেয়ে বেশি আকর্ষণীয় বলে ধারণা প্রচলিত রয়েছে। তবে আসল … Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!