একটি কাল্পনিক গল্প


কফি শপে জমিয়ে আড্ডা চলছে। পাঁচ বন্ধু একসাথে।


ভার্সিটির ক্লাসের ফাঁকে ফাঁকে এমন আড্ডা ওদের


প্রায়ই হয় ।


কথা প্রসঙ্গে এসে যায় প্রেম-ভালোবাসা ।


চলতে থাকে মজা করা। জীবনে কে কটা মেয়ের


দিকে তাকিয়েছে,কে সব থেকে বেশি সুন্দর ছিল-- এই ছিল তাদের আলাপ


এমন সময় কফি শপে এসে বসে "পরী" রুপী একটা মেয়ে ।


পাঁচে বন্ধু "থ" বনে গেছে। মেয়েলি আলাপে মেয়ের


আগমন!! জোশ টাইমিং! বলেই ফেলল হিমেল।


এবারে শুরু হল সামনে বসা নতুন আগত


মেয়েকে নিয়ে আলাপ-আলোচনা।


একেক জনের একেক


গল্প। কেবল চুপটি মেরে বসে রয়েছে অমিত । অমিত কোনও


কথা বলছে না । সে শুধু মন


দিয়ে কফি খাচ্ছে আর ওর বন্ধুদের কার্যকলাপ


দেখছে। হঠাৎ বন্ধুদের মধ্যে বাজি ধরা হল৷ হিমেল মেয়েটার


সাথে কথা বলতে যাবে।পারলে ৫০০ টাকা।


হিমেল চেয়ার ছেড়ে উঠে পড়েছে।


পথ আটকে ধরলো অমিত । ও আমার ছোট বোন!!


-কী!!!!!


বোম ফাটা চেহারা নিয়ে বাকি চারজনে এর ওর


দিকে চাওয়াচাওয়ি করছে । এতক্ষণ অমিতের সামনেই ওর ছোট


বোনকে নিয়ে হরেক মন্তব্য করা হয়েছে ।


আর এ জন্যই বোধয় অমিত এতক্ষণ চুপচাপ ছিল ।


দোস্ত সরি- এক্সট্রিমলি স্যরি, বলল হিমেল।


-ইটস ওকে! আস্তে সুরে বলল অমিত।


ক'দিন বাদে অমিতদের বাসায় অমিতের


জন্মদিনে সবার দাওয়াত।


খেতে খেতে এসে গেলো অমিতের বোনের প্রসঙ্গ।


-কই, ছোট আপুটাকে দেখছি না'তো, বলল তমাল ।


আমার কোনও বোন নেই!!


অমিতের দৃঢ় জবাব ।


-খাওয়া বন্ধ হয়ে হা হয়ে গেছে বাকি চারজনের মুখ ।


তবে যে সেদিন বললি- "ও তোর বোন!"


-মিথ্যা বলিনি !! আমি ওকে বোনের নজরে দেখেছিলাম ।


অমিতের সহজ সরল জবাব।


বন্ধুদের মুখেও কোনও


কথা নেই।


একটা মেয়ে আপনজনের বোন হলেই সে হয় সম্মানের পাত্র-ছোট বোন,


আর অপরিচিত জনের বোন মানেই


"গল্প করার আইটেম"!!


ধিক্ এ সকল বন্ধুদের , ধিক এমন মন মানসিকতা কে ।

Related Posts:

  • আমার দেহের মানচিত্রে ...... !   স্বপ্ন দেখেছি বেলা বোস এর মত তোমায় নিয়ে লাল নীল সংসারের যেখানে রোজ সকালে চায়ের পেয়ালায় ঠোঁট ডুবানোর আগে তোমার ঠোঁটে এক চুমুক দিয়ে দিনের শু… Read More
  • নিষিদ্ধ জগতের নারী কাহিনী গ্ল্যামার, একশন, লাইট, সেট, কাট এসবই এই জগতের পরিচিত শব্দ। লোক দেখানো লৌকিকতায় নারী এখনো পণ্য। সেই জগতের হাতছানিতেই মডেল হবার স্বপ্ন কাজ করে … Read More
  • Islami Book web Address Visit for Islami Kitab Islamicbook Sultan.org Download free Bangla-english Text Books Nctb.gov.bd, For Direct download Primary & Secondary lev… Read More
  • আমি আজ অবগুন্ঠন খুলে নীল জোৎস্নায় দাঁড়াব আজ সারাবেলা তোমার সঙ্গে থাকব সূর্যের আলো গায়ে মেখে, দেখব কতটা মাতাল হতে পারো! কিভাবে মাতোয়ারা হয় উদাসী দুপুর, বাতাসের বীণা হাতে কি করে বেজে… Read More
  • আমিও স্বপ্ন দেখি ! তুমি কি জান নিকষ অন্ধকারে প্রচণ্ড নিস্তব্ধতায় কোন দীঘির মাঝে নৌকায় বসে পদ্ম পাতার উপর বৃষ্টির ফোটা পড়ার শব্দ শোনার অনুভূতি কেমন?  আম… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!