আমি আর তুমি কাব্য


আমিঃ

একটা গল্প বলব ভাবছি তোমায়

একটা ছেলে আর একটা মেয়ের গল্প,

তুমিঃ হুম, বল।

আমিঃ ছেলেটি আবেগহীন কিন্তু দুষ্টুমিতে সেরা

আর মেয়েটি লজ্জাবতী , আবেগে ভরা।

তুমিঃ তাই! তারপর ?

আমিঃ প্রজাপ্রতির মত ছুটাছুটি করত দুজন

মিষ্টি হাসির রসে রাঙ্গাতো ভুবন,

গাছের আড়লে লুকোচুরি খেলত

ঠিক পাখির মতই তারা ডানা মেলত।

একসময় ক্লান্ত দেহে গাছের ছায়ায় বসত

মেয়েটির কোলে মাথা রেখে ছেলেটি ঘুমাতো,

ছেলেটির মাথায় হাত বুলিয়ে দিত মেয়েটি

এমনি করেই কাটছিল তাদের দিনটি ।

রাখালীয়ার বাঁশী আর সেই বটের শীতল ছায়ায় যাওয়া হয়না মেয়েটির

নিজেকে গুঁটিয়ে নিয়েছে এখন সব কিছু থেকে ,

দূরের মাঠে গরুগুলো আনমনে ঘাস খাচ্ছে

নদীর বুকে পাল তোলা নৌকা ভেসে বেরাচ্ছে।

ছেলেটির এভাবে হারিয়ে যাওয়া ভুলতে পারেনি মেয়েটি

এখন আর ভালোবাসি ভালোবাসি এসে বলেনা ছেলেটি।

তুমিঃ একি তুমি কাঁদছ?

আমিঃ নাতো! চোখে মনে হয় কিছু পরেছে

ভেবনাতো ঠিক হয়ে যাবে এখনি।

তুমিঃ মিথ্যে কেন বল মায়াবী

তোমাকে কি আজও আমি চিনিনি?

আমার চোখ পানে তাকাও বলে দিব সবকিছু

কেন মিছে ভয় পাও?

দেখ আমি আছি কত কাছে

যেভাবে চেয়েছিলে আমায় তোমারি পাশে

‘গল্পের ছেলেটির’ মত হারিয়ে যাব না আমি

কথা দিলাম হব তোমার চিরসাথী।

Related Posts:

  • নীরার পৃথিবী চরম বিরক্তি নিয়ে মাথার উপর ঘুরতে থাকা ফ্যানটা দেখছে নীরা। গরুর গাড়ির চাকার সাথে অদ্ভুত একটা মিল আছে ফ্যানটার। গ্রামের রাস্তায় ধীর গতিতে ক্যাঁচ… Read More
  • ভিন্ন ভালোবাসার রসায়নের গল্প “ভালোবাসা” এ চার অক্ষরের শব্দটি একেকজন মানুষের জীবনে একেকভাবে এসে থাকে ,আর একেকজন মানুষ একেকভাবে ভালোবেসে থাকে। কেউ প্রথম দর্শনে ভালোবাসে, কেউ… Read More
  • প্রেয়সী-বিকেল এবং আমি আমি আজ প্রেয়সীর পাশে বসে অনর্গল স্পন্সর গুনে যাই জীবনের আংগুলের আয়েশী নখের ভিতর জমে যাওয়া নীল কিছু দাগ বার বার অনিশ্চয়তার হাই তোলে তাই নিশ্… Read More
  • দুঃখ লিখে দুঃখ বিনাস মনের মধ্যে জমা হওয়া দুঃখ-কষ্টের কথা লিখে ফেললে মন হাল্কা হয়। সেই সঙ্গে শারীরিক আঘাত-ক্ষতও জলদি মিলিয়ে যায়! নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্… Read More
  • কালো গোলাপ নীল হয়ে যায়…… বসন্তের সকালে জানালার ফাঁক দিয়ে হালকা সূর্যের আলোয় আনাফের ঘুম ভাঙ্গলো।ঘড়িতে সকাল সাড়ে আটটা বাজে। সর্বনাশ হয়েছে আজ তার রাহার সাথে দেখা করার কথা… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!