না বলা গল্প


নির্ঘুম দুটি চোখ , চার পাশে একটি টেবিল ল্যাম্পের ক্ষুদ্র আলো

পূবের খোলা জালানা, শিতের হার কাঁপানো বাতাশ

পাশে রাখা একটি ছোট্ট কালো বোতল ,

জালানার ওপাশে জোছনায় ভরা , হাতে একটি খোলা চিঠি, একটি কলম,

চিঠিটা কিছু পানির ফোটায় ভেজা ,দ্রুত নিশ্বাস

তাও স্বপ্ন হাতছানি দেওয়া বন্ধ করেনি

পুরনো সৃতি গুলা মনে পরা বন্ধ হয়নি

একটি ক্ষুদ্র বিফল চেষ্টা , মনের আবেগটা কালিতে গেঁথে দেওয়ার

হাতে একটি খোলা চিঠি , একটি কলম! চিঠিটা কিছু পানির ফোটায় ভেজা

মন তাও শীতল হয়নি বলেনি একবার ভুলে জাও

চিঠির প্রথম লাইন তুমি আমাকে ভুলে গেছ

আমিও তোমায় ভুলে যাব

দিতিও লাইন সত্যি বলছি আমি ভুলে যাব

তিতিও লাইন আমি পারব তোমায় ভুলে যেতে

কারণ একটু পর জীবন আমাকে ভুলে যাবে

পরদিন সকাল হোল, অশ্রুতে ভরা প্রায় প্রতিটি চোখ

ঘর ভরা চিৎকার, একটি কাঠের খাট ! উপরে সাদা কাপর দিয়ে পেঁচানো সাদা দেহ

পাশে টেবিল , টেবিল ল্যাম্প, নিচে একটি খোলা চিঠি , একটি কলম

চিঠিটা এখন কিছু পানির ফোটায় ভেজা , চোখের জলের ছাপ ।।

Related Posts:

  • নির্জন নির্লজ্জতায় নগ্নতা! প্রদীপখানি ফিরতে অনিচ্ছুক রক্তচক্ষুতে দেখছে স্বর্গীয়তা, প্রণয় প্রলেপ সর্বত্র বুলিয়ে সে কষ্টটুকুর সামান্য বহিঃপ্রকাশ! বিদায় লগ্নে তার পেছন ফি… Read More
  • তবু ভালো থেকো... অনেক গুলো রাত বাক্সবন্দী করে রেখেছি, কোন এক দিন সহস্র জোনাকি আর মন খারাপ করা জোছনা দিয়ে ভরে দেব বলে পুরোটা আকাশ......... তোমার মনে পড়ে… Read More
  • ভিন্ন ভালোবাসার রসায়নের গল্প “ভালোবাসা” এ চার অক্ষরের শব্দটি একেকজন মানুষের জীবনে একেকভাবে এসে থাকে ,আর একেকজন মানুষ একেকভাবে ভালোবেসে থাকে। কেউ প্রথম দর্শনে ভালোবাসে, কেউ… Read More
  • শেষ চুম্বন ধরা যাক মেয়েটির নাম মেয়ে আর ছেলেটির নাম ছেলে। সেই যে কোত্থেকে উড়ে এসে ছেলেটি হঠাৎ চুমু খেয়েছিল, হঠাৎ মেয়েটিকে অবাক করে অবশ করে, কোন… Read More
  • সত্যিই কি ভূত আছে? আমি ভূত দেখিনি, কিন্ত্ত ভূতের ভয় পেয়েছিলাম৷ তোমরা ভাবছ এ আবার কেমন কথা৷ কী আশ্চর্যের কথা না! ভূত দেখিনি, অথচ ভূতের ভয়৷ তাহলে খুলেই বলি৷ গত জুল… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!