যৌন জীবন সুখের করতে চান?

::: যৌন জীবন সুখের করতে চান? 







• অনেক সংখ্যক পরিপুর্ন তৃপ্তিযুক্ত শাররীক সম্পর্ক-ই নারী-পুরুষের বৈবাহিক জীবনে সুসম্পর্ক বজায় রাখতে বড় নিয়ামক হিসেবে কাজ করে। বেশিরভাগ ক্ষেত্রে ভাল মানের শাররীক সম্পর্ক কথার চেয়ে বেশি শক্তিশালী হয়।

• স্বামী-স্ত্রী দুজনের দুজনকে আনন্দদান করার দায়িত্ব সমান। কিন্তু আমাদের দেশের বেশিরভাগ নারী মনে করেন তাকে খুশি করা পুরুষের কাজ। নারী নিজথেকে শাররীক সম্পর্কে ততটা কর্মঠ হয়না। অনেকে মনে করেন বিছানায় উগ্রতা প্রদর্শন একটি লজ্জাকর কাজ। কিন্তু সময় বদলেছে। এখন সুসম্পর্কের জন্য এবং পুরুষকে বিবাহ-বহির্ভুত সম্পর্ক থেকে বিরত রাখার জন্য মিলনে নারীর সক্রিয় অংশগ্রহন অতি জরুরী।

• এটা সত্যি যে সাজগোজ এবং পোশাক পরিচ্ছদে নারী নিজেকে সুন্দর করে উপস্থাপন করে। কিন্তু পুরুষ তাদেরকে বেশি ভালবাসে যারা বিছানায়ও অনেক সক্রিয়। পুরুষ তাদের ভালবাসে যারা শাররীক মিলনকালে নিজে আনন্দ উপভোগ করে এবং তার সঙ্গীকেও আনন্দদান করে থাকেন।

• বেশিরভাগ সময় বলেতে শুনা যায় নারী পুরুষের চেয়ে ৮গুন বেশি যৌন পিপাসু। আসলে সত্য হল, অনেক মিলনে নারী হয়তো পুর্ন যৌন সুখ (অরগাজম) পায়নি, কিন্তু সে আনন্দ উপভোগ করছে। আবার অনেক নারী হয়তো এক মিলনে একদিক অরগাজম পেতে পারেন। সব কথার শেষ কথা হল সব শাররীক মিলন ১০০% ফলপ্রসু (সর্বদিক থেকে সম্পন্ন) হবে তা নয়। বরং স্বামী-স্ত্রীর একজনকে অন্যজন আনন্দদান করাই মুল বিষয়।

• নারীর ক্ষেত্রে একটি গুরুত্বপুর্ন বিষয় হল - মিলনকালে পেনিট্রেশান (যোনীতে লিঙ্গ প্রবেশ করানো) থেকে সর্ব আনন্দ নিতে হবে তা নয় (শুধু পেনিট্রেশানে কোন পুরুষই নারীকেতৃপ্ত করতে পরেনা) বরং সিঙার (ফোর প্লে) বস্ত্র হরন সহ সকল বিষরের সংমিশ্রনে যৌন মিলনেরে যে প্যাকেজ তা থেকে পরিপুর্ন তৃপ্তি অর্জন সম্ভব। এর জন্য আপনার সঙ্গীর ভাললাগা, তার শরীরের কোন অংশ অতি সংবেদনশীল তা আবিষ্কার করা, যৌন আসনের পরিবর্তন করে যে আসন সর্বচ্চো কার্যকর তা জানার পর যে কোন যুগলসহজে তাদের শাররীক কাম আগুন নিভাতে সক্ষম হবেন। তাই সম্পর্ক যত পুরোনো - পুর্নতৃপ্তির পরিমানও বেশি হয়। শাররীক মিলন একটি শিল্প - এটা রপ্ত করুন। আপনার নিজের জন্য এবং আপনার সঙ্গীর জন্য।

Related Posts:

  • হৃদযন্ত্র ভালো রাখে পছন্দের গান মন খারাপের দাওয়াই হিসেবে গান দীর্ঘদিন থেকেই ব্যবহার হয়ে আসছে। গান শুনে অনেকের মনে প্রশান্তি আসে। তবে হৃদযন্ত্রের সুস্থতায়ও সঙ্গীত ইতিবাচক প্র… Read More
  • সেক্সবিহীন বিবাহিত জীবন সেক্সবিহীন বিবাহিত জীবন যাপনকারীর সংখ্যা বিশ্ব জুড়ে বাড়ছে। খোদ কামসূত্রের দেশ ভারতেও এনিয়ে জরিপে দেখা যায় ট্রেন্ড পশ্চিমাদের পথেই। ২০০৪ সালের … Read More
  • সুস্থ সম্পর্ক রক্ষায়  ‘শ্রদ্ধার অভাবে গভীর প্রেমও ফিকে হয়ে আসে।’ প্রেমের চড়াই উৎরাইকে সমরেশ মজুমদার তার ‘গর্ভধারিনী’ বইয়ে এভাবেই বর্ণনা করেছিলেন। ভালবাসা প… Read More
  • হাতের গঠন বলতে পারে অনেক কিছু! এতদিন হাতের তালুর রেখাচিত্র বিশ্লেষণ করে মানুষের ভূত-ভবিষ্যত বলতেন জ্যোতিষিরা। বিষয়টি যুগ যুগ ধরে মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় এবং আকর্ষনীয়ও ব… Read More
  • পার্টি পরিকল্পনায় করণীয় বছরের প্রায়শই বাড়িতে একটা না একটা পার্টি থাকেই। বাচ্চার জন্মদিন থেকে শুরু করে নিজের পদন্নোতি সবকিছুতেই ছোটখাট পার্টির আয়োজন করা হয়ে থাকে … Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!