হাঁটুর ব্যথায় অস্ত্রোপচার, ফিজিওথেরাপি, দু’টোই কাজ দেয়



স্বাস্থ্য ডেস্ক: ২৪ মার্চ (টাইমস অফ বাংলা) : মার্কিন যুক্তরাষ্ট্রে এ’যাবৎ সবচেয়ে বিশদ জরিপে এই তথ্য প্রকাশ পেয়েছে৷ বিশেষ করে মেনিসকাস ছিঁড়ে গেছে, এই সন্দেহে সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার করার কোনো প্রয়োজন নেই, বলছেন গবেষকরা৷

‘টর্ন মেনিসকাস’ একটি অতি সাধারণ ইনজুরি৷ মেনিসকাস বলে অর্ধচন্দ্রের আকারের কার্টিলেজ ডিস্কগুলোকে, যা হাঁটুকে কুশন করে৷ পঞ্চাশের ওপর এক-তৃতীয়াংশ মানুষেরই মেনিসকাসে একটা ‘টিয়ার’ বা ছেঁড়া জায়গা থাকে৷ সংশ্লিষ্ট ব্যক্তির আরথ্রাইটিস বা গেঁটেবাত থাকলে তো কথাই নেই৷ তাহলে এ’ধরনের ছেঁড়া থাকার সম্ভাবনা আরো বেশি৷ মেনিসকাস ছেঁড়া থাকলে তার আর যে কোনো লক্ষণ থাকবে, এমন কথা নেই৷ কিন্তু ব্যথাটা তো থাকবেই৷

এপি সংবাদ সংস্থা যে নতুন জরিপটির বিশদ বিবরণ দিয়েছে, তা’তে অংশগ্রহণ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাতটি মুখ্য বিশ্ববিদ্যালয় ও অর্থোপেডিক সার্জারি সেন্টার৷ সরকারি অর্থানুকুল্যে সম্পাদিত জরিপে ৩৫১ জন আরথ্রাইটিস ও মেনিসকাসের পেশেন্টকে হয় সার্জারি, নয়তো ফিজিওথেরাপি করাতে বলা হয়৷

পৃথক যাত্রায়

থেরাপিটা ছিল গড়ে ন’টি সেশনের, সেই সঙ্গে বাড়িতে করার জন্য কিছু ব্যায়াম ও কসরত৷ ছ’মাস পরে দেখা যায়, যারা আরথ্রোস্কোপিক সার্জারি করিয়েছে, আর যারা ফিজিওথেরাপি করিয়েছে, উভয় দলেরই একই পরিমাণ উন্নতি ঘটেছে৷ জরিপের ফলাফল প্রকাশিত হয় নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন, অনলাইনে৷

জরিপের একজন পরিচালক, হার্ভার্ড মেডিকাল স্কুলের এক বিশেষজ্ঞ ড. জেফ্রে কাট্স বলছেন: ‘‘(সার্জারি কিংবা থেরাপি) দু’টোই খুব ভালো সিদ্ধান্ত৷ প্রথমে ফিজিওথেরাপি করে দেখাটা খুবই বাস্তবসম্মত কেননা তা’তে ভালো হওয়ার সম্ভাবনা বেশ ভালো৷”

একই ফল

সবচেয়ে মজার কথা, পেশেন্টদের ৩০ শতাংশ জরিপের পুরো ছ’মাস থেরাপি করে কাটাতে পারেননি৷ তারা মাস তিনেকের মাথাতেই অস্ত্রোপচার করিয়েছেন৷ কিন্তু আরো তিন মাস পরে দেখা গেছে, তাদের অবস্থা যারা অস্ত্রোপচার করাননি, তাদের মতোই, তার চেয়ে ভালোও নয়, খারাপও নয়৷

বিশেষজ্ঞরা এখন আশা করছেন যে, এই জরিপের ফলে লক্ষ লক্ষ মানুষের কারণে কিংবা অকারণে হাঁটুর অস্ত্রোপচার বন্ধ হবে, যার খরচও খুব কম নয়৷ আর কিছু না হোক, সার্জারির খরচ থেরাপির প্রায় পাঁচ গুণ৷

Related Posts:

  • মেয়েদের একটি বিশেষ সমস্যা ডা. ওয়ানাইজা : মহিলাদের স্তনে চাকা বা গোটা হওয়া অথবা গোটা ভাব অনুভূত হওয়া খুবই সাধারণ ঘটনা। এসব গোটার বেশির ভাগই ক্ষতিকর কিছু নয় অর্থাত্ এ… Read More
  • যখন জুতোতে স্বাস্থ্য ঝুঁকি! কেবল ফ্যাশনে নয়, জুতো আসলে জীবনের একটা অপরিহার্য উপাদান। জুতো ছাড়া একটি দিন কল্পনা করা যায়? একেবারেই না! কিন্তু কখনো ভেবে দেখেছন কি, এই জুত… Read More
  • গনসাবান দিয়ে হাত ধোয়া থেকে সাবধান! হয়তো দুপুর কিংবা রাতের খাবারটা আজ রেস্তোরাঁতেই সারতে হবে আপনার। আর তাই পছন্দসই কোনো একটা রেস্তোরাঁয় ঢুকে কোনো একটা খাবারের অর্ডার দিয়ে প্… Read More
  • লজ্জা করবেন না? কেগেল ব্যায়াম যেই নামেই বলুন না কেন এই ব্যায়াম পুরুষ - মহিলাদের উভয় লিঙ্গের জন্যই। আপনি হয়তো ভাবছেন শুধু মহিলাদের জন্য হয়। আসলে তা নয়। ম… Read More
  • সেকেন্ড ইনিংস মেয়েদের জীবনে অন্যতম মাইলফলক মেনোপজ। যে সময় থেকে রিপ্রোডাকটিভ কাজকর্ম বন্ধ হয়ে আসে। ধীরে ধীরে পিরিয়ড অনিয়মিত হয়ে এসে তার পর একদম বন্ধ হয়ে যা… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!