স্নিগ্ধ, শুভ্র কাজল কাল নয়ন তোমার,
ঐ চাহনিতে ফুটে সহস্র শিউলি ফুল।
ফুল ! সে তো ফুল নয়; শুধু ফুলই নয়,
ওরা যেন তোমারই প্রতিবিম্ব।
বলে কথা কেবলই তোমার॥
আমার শিউলি বাগান ভরে গেছে ফুলে ফুলে -
আমার শিউলি বাগান ভরে আছে "তুমিতে";
যেদিকে তাকাই শুধু তুমি আর তুমি।
ছড়াও তুমি সুবাস ক্ষণে ক্ষণে।
করে নৃত্য মাতাও তুমি মম চিত্ত,
কথায় তোমার প্লাবণ উঠে,
হয় মনে, যাবে ভেসে সব ঐ সুবাসের ঢেউয়ে ॥
মেয়ে তুমি শিউলি ফুল।
দেব খোঁপায় তোমার কোন ফুল?
শিউলি না হাস্নাহেনা?
নাকি গোলাপ?
চাও যা, পাবে তা – তবে কেন কর "না"?
মেলে আঁখি, তাকাও তুমি
রেখো না করে দৃষ্টি অবনত!
কিসের এত সঙ্কা? কিসের সংকোচ?
আছি আমি সাথে তোমারই।
আছ তুমি মিশে অস্তিত্বে আমারই –
সদা সর্বদাই॥
মেয়ে তুমি শিউলি ফুল।
ফুলের মতই স্নিগ্ধ, পবিত্র, সুবাসময় ।
থাক তুমি পাশে, হেসে হেসে॥
তোমার ঐ মুচকি হাসিতে ঝড়ে অজস্রমুক্তা !
বানিয়ে দেব মালা তোমায় দিয়ে ঐ মুক্তা !
মেয়ে তুমি আমার ।
আমার শিউলিফুল॥
Related Posts:
আজ শুধুই ভালোবাসা!
‘ভালোবাসা মোরে ভিখারি করেছে তোমারে করেছে রানী’। অথবা ‘আমি ভালোবাসি যারে, সে কী কভু আমা হতে দূরে যেতে পারে’। রবীন্দ্রনাথের ভাষায়, ‘তোমরা যে বল … Read More
শূন্যতার মাঝেই ফিরছেন কাকাবাবু
গত বছর নবমীর ভোররাতে চলে গিয়েছিলেন তিনি। এ বছরের কোনও শারদ-সংখ্যায় তাই নেই দিকশূন্যপুরের হাতছানি।
সপ্তাহ দেড়েক আগে নন্দন-রবীন্দ্রসদন চত্ব… Read More
ভালোবাসা শুধু তুমি
(১)
এ জীবনে শুধু তুমি
এ ভুবনে শুধু তুমি
এই অন্তরে শুধু তুমি
ভালোবাসা শুধু তুমি ।
(২)
যৌবনে শুধু তুমি
বৃদ্ধকালে শুধু তুমি
… Read More
ইয়া দ্বীপের জাদুকরী সার্সি
গ্রিক পুরাণের মোহময়ী সুন্দরী ও কুহকিনী হলেন সার্সি। সূর্যদেবতা হেলিওস ও সমুদ্রপরী পার্সির মেয়ে। কোনো কোনো কাহিনীতে তাকে মায়াদেবী হেকেটির কন্যা… Read More
হীন চরিত্র আকর্ষণীয়?
যুক্তরাষ্ট্রের মিন গার্লস চলচ্চিত্রের একটি দৃশ্যহীন চরিত্রের মানুষ শারীরিকভাবে অন্যদের চেয়ে বেশি আকর্ষণীয় বলে ধারণা প্রচলিত রয়েছে। তবে আসল … Read More
" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!
0 comments:
Post a Comment