স্নিগ্ধ, শুভ্র কাজল কাল নয়ন তোমার,
ঐ চাহনিতে ফুটে সহস্র শিউলি ফুল।
ফুল ! সে তো ফুল নয়; শুধু ফুলই নয়,
ওরা যেন তোমারই প্রতিবিম্ব।
বলে কথা কেবলই তোমার॥
আমার শিউলি বাগান ভরে গেছে ফুলে ফুলে -
আমার শিউলি বাগান ভরে আছে "তুমিতে";
যেদিকে তাকাই শুধু তুমি আর তুমি।
ছড়াও তুমি সুবাস ক্ষণে ক্ষণে।
করে নৃত্য মাতাও তুমি মম চিত্ত,
কথায় তোমার প্লাবণ উঠে,
হয় মনে, যাবে ভেসে সব ঐ সুবাসের ঢেউয়ে ॥
মেয়ে তুমি শিউলি ফুল।
দেব খোঁপায় তোমার কোন ফুল?
শিউলি না হাস্নাহেনা?
নাকি গোলাপ?
চাও যা, পাবে তা – তবে কেন কর "না"?
মেলে আঁখি, তাকাও তুমি
রেখো না করে দৃষ্টি অবনত!
কিসের এত সঙ্কা? কিসের সংকোচ?
আছি আমি সাথে তোমারই।
আছ তুমি মিশে অস্তিত্বে আমারই –
সদা সর্বদাই॥
মেয়ে তুমি শিউলি ফুল।
ফুলের মতই স্নিগ্ধ, পবিত্র, সুবাসময় ।
থাক তুমি পাশে, হেসে হেসে॥
তোমার ঐ মুচকি হাসিতে ঝড়ে অজস্রমুক্তা !
বানিয়ে দেব মালা তোমায় দিয়ে ঐ মুক্তা !
মেয়ে তুমি আমার ।
আমার শিউলিফুল॥
Related Posts:
একটি সত্যি ভালোবাসার গল্প
সপ্না আর নিলয় ছোট বেলা থেকেই একসাথে বড় হয়। সপ্নার বাবা ট্যাক্সি চালায়, আর নিলয়ের বাবা একজন হোমিওপ্যাথি ডাক্তার। দুই ফ্যামিলির মধ্যে সম্পর… Read More
কল্পনা এবং তুমি
আমি ডুব দিয়ে তোমায় হাতড়ে খুঁজি
জীবন নদীর বুকে ,
তুমি কল্পনারই ছলে আসো
বাস্তবতার মাঝে ।
আমি হারাই আবার বিভোর হয়ে
ভাবতে বসি তারে ,
সে আলোর ম… Read More
গল্পঃ পরকীয়া
শরৎকালর আকাশ ঝক ঝক করছে মাথার উপর। আকাশে ছানা কাটা মেঘ বেশ সুসজ্জিত। কাশবন ভরে গেছে ফুলে ফুলে। ভাপসা গরম কিছুটা কমতে শুরু করেছে, তারপরও ফোঁটায… Read More
পরকীয়া আর আত্নহত্যা
মাত্র এক সাপ্তাহের ব্যাবধানে ৪ টি তাজা প্রান অকালে প্রান হারালো সামাজিক বেশ্যাবৃত্তির কারনে। শিশু সামিউল মায়ের বেশ্যাগীরির কারনে দুনিয়া থেকে … Read More
মোবাইল প্রেমের একটা কাহিনী
সময়টা ২০০৫ বা তার কাছাকাছি , গাইবান্ধা সরকারী কলেজের মাঠে কতগুলো ছেলে গোল হয়ে আড্ডা দিচ্ছে । এখন ১ বা দেড় টাকায় যেখানে ১ মিনিট কথা বলাযায়… Read More
" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!
0 comments:
Post a Comment