ম্যালেরিয়া থেকে বাঁচাবে কীটনাশক যুক্ত মশারি



স্বাস্থ্য ডেস্ক: ২৬ এপ্রিল (টাইমস অফ বাংলা) : উদ্ভাবনটা নতুন নয়, কিন্তু সে মশারি ধুলে যে তা থেকে কীটনাশকও ধুয়ে যায়, সেটাই ছিল সমস্যা৷ ‘লাইফ-নেট’ ব্যবহার করলে সে বিপদ নেই, কেননা কীটনাশক মশারির কৃত্রিম তন্তুতেই ঢোকানো থাকে, বলছেন বিজ্ঞানীরা৷

বিশ্ব স্বাস্থ্য সংগঠন ডাব্লিউএইচও-র বিবৃতি অনুযায়ী, সারা বিশ্বে প্রতিবছর প্রায় দশ লাখ মানুষ ম্যালেরিয়ায় প্রাণ হারায়, তাদের নব্বই শতাংশ আফ্রিকায়৷ বিশেষজ্ঞরা এ বিষয়ে একমত যে, কীটনাশক যুক্ত মশারি ব্যবহার করে ম্যালেরিয়ার বিস্তার রোধ করা সম্ভব৷

কিন্তু মশারি তো একবার ব্যবহার করার জন্য নয়, তা প্রত্যহ ব্যবহার করতে হয়৷ সেজন্য তা টেঁকসই হওয়া দরকার, এবং সে মশারি মাঝেমধ্যে ধুতে পারা চাই৷ আবার সেই ধোয়ার ফলে কীটনাশক ধুয়ে গেলে চলবে না৷

ছোট বাচ্চাদের ক্ষেত্রে নিয়মিত মশারি ব্যবহার করাটা বিশেষ জরুরি, কেননা ম্যালেরিয়ায় যারা প্রাণ হারায়, তাদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি৷ ম্যালেরিয়ায় যাদের মৃত্যু ঘটে, তাদের মধ্যে ৫০ শতাংশের বয়স পাঁচ বছরের কম৷

মশার কামড় থেকে রক্ষা পাবার সেরা উপায় আজও মশারি, বিশেষ করে যখন অ্যানোফিলিস মশা, যা ম্যালেরিয়া ছড়ায়, রাতেই বেশি সক্রিয় হয়ে ওঠে৷ মশারি নিয়মিত ইম্প্রেগনেট করা বা কীটনাশকে ভেজানো প্রয়োজন৷ এছাড়া বেশ কিছুদিন ব্যবহারের পর মশারি ফুটো হয়ে গেলে চলবে না৷

ছোট বাচ্চাদের ক্ষেত্রে নিয়মিত মশারি ব্যবহার করাটা বিশেষ জরুরি

সাধারণ মশারিগুলোর মুশকিলটা সেখানে৷ পুরনো, ময়লা হয়ে যাওয়া ল্যাতপ্যাতে মশারি ধুলে আবার ছেঁড়া-ফাটার ভয় থাকে৷ কৃত্রিম তন্তু সে তুলনায় অনেক বেশি কড়কড়ে হয় বটে, কিন্তু সেগুলো পরিষ্কার করা সাধারণ মশারির চেয়ে মুশকিল৷ সবচেয়ে বড় কথা, এ যাবৎ কৃত্রিম তন্তুর মশারিগুলির উপর বার বার কীটনাশক স্প্রে করতে হতো, যা-তে সেটা কার্যকর অবস্থায় থাকে৷ বিশেষ করে ধোয়ার পরে মশারিতে কীটনাশকের আর কোনো চিহ্ন অবশিষ্ট থাকতো না৷

কাজেই জার্মানির বায়ার সংস্থা এমন একটি মশারি উদ্ভাবন করতে চায়, যার কৃত্রিম তন্তু সুতার মতো না হলেও, কিছুটা নরম হবে, এবং সেই সঙ্গে কীটনাশক পদার্থটি মশারির তন্তুর মধ্যেই ধরা থাকবে৷ পলিপ্রপিলিনের এই তন্তু উৎপাদনের সময়েই তা-তে কীটনাশক মিশিয়ে দেওয়া হয়৷ এবং বহুদিন ধরে সেই কীটনাশক কার্যকরি থাকে৷ ব্যবহার কিংবা ধোয়ার ফলে তন্তুর উপরিভাগের কীটনাশক ধীরে ধীরে ক্ষয়ে গেলেও, তার তলা থেকে আরো কীটনাশক বেরিয়ে আসে৷ কৃত্রিম তন্তুর তৈরি এই মশারি ৩০ বার ধুলেও কীটনাশক তার কার্যকরিতা হারায় না – স্বয়ং ডাব্লিউএইচও তা পরীক্ষা করে দেখেছে৷

অপরদিকে স্প্রে করা কীটনাশক মানুষের পক্ষে যতটা হানিকর হতে পারে, কৃত্রিম তন্তুর কীটনাশক তার চেয়ে অনেক বেশ নিরাপদ৷ এমনকি কোলের শিশুরা মশারি ধরে টানাটানি করলে কিংবা তা মুখে দিলেও বিপদ ঘটার কোনো সম্ভাবনা নেই৷ বায়ার সংস্থা এই ধরনের লক্ষ লক্ষ মশারি উৎপাদন করার লক্ষ্য নিয়েছে – কেননা বিশ্বে ম্যালেরিয়া পীড়িতদের সংখ্যা ৩০ থেকে ৫০ কোটি৷
সুত্র: ডি ডব্লিউ

Related Posts:

  • স্বাস্থ্য রক্ষায় ২০ উপায় আপনার স্বাস্থ্য ঠিক রাখার জন্য খুব বেশী কিছু করার দরকার নেই৷ কিছু ৰুদ্র পদৰেপই আপনার স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করতে পারে৷ ১. ‘হাঁটাকে একটা … Read More
  • হজমশক্তি বাড়াতে অনেকেই ওজন নিয়ে আছেন খুব চিন্তায়। কী করলে কী হবে তা বুঝে উঠতে পারছেন না। হয়তো কম খাচ্ছেন, ব্যায়াম করছেন, কিন্তু ওজন কমছে না। আবার হজমের গণ্ডগোল… Read More
  • ধীরে খান, ওজন কমান ইউনিভার্সিটি অব রোড আইল্যান্ডের গবেষকরা জানিয়েছেন, দ্রুত খাওয়া খাদ্য গ্রহণের পরিমাণ বাড়ায়। তাদের প্রকাশিত দুটি নতুন সমীক্ষায় দেখা গেছে, পুরু… Read More
  • এলোভেরার জাদুকরি রহস্য আমরা অনেকেই শখ করে বাড়ির ছাদে বা বারান্দায় বিভিন্ন ফুল ফল বা ভেষজ উদ্ভিদ লাগিয়ে থাকি। এর মধ্যে ” অ্যালভেরা” বা ঘৃতকুমারী গাছ থাকবেই। কিন্তু… Read More
  • ক্যানসার : বাঁচার লড়াইয়ে এগিয়ে বিবাহিতরা ক্যানসারে আক্রান্ত অবিবাহিতদের তুলনায় বিবাহিতদের মৃত্যুর ঝুঁকি অপেক্ষাকৃত কম। সম্প্রতি মার্কিন এক গবেষণায় এ তথ্য প্রকাশিত হয়েছে। গবেষকরা জানান,… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!