• সুখী দাম্পত্য জীবনের পাঁচ মন্ত্র

 সুখী দাম্পত্য জীবনের পাঁচ মন্ত্র



 

► মানুষের জীবনে সবকিছুরই একটা উপযুক্ত সময় থাকে। তেমনি দৈহিক মিলনের ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত সময় হল সকাল। অনেকে আছেন মিলনের ক্ষেত্রে তেমন কোন সময় অনুসরণ করেন না। ডাক্তাররা জানিয়েছেন, তারা আস্তে আস্তে নিজেদের অসুখী দাম্পত্য জীবনের দিকে ঠেলে দেন। ডাক্তারদের মতে, মিলনের উপযুক্ত সময় হল সকাল। এজন্য তারা বেশ কিছু স্বাস্থ্য উন্নয়নের কথা তুলে ধরেছেন। তার ভেতর থেকে উল্ল্যেখ যোগ্য কয়েকটি এখানে তুলে দেওয়া হল।

► সপ্তাহে তিনদিন যদি সকালে মিলন ঘটানো যায়, তাহলে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অর্ধেক কমে যায়। এছাড়াও এটা ব্লাড প্রেশারের মতো মারাত্মক রোগ সারাতে সাহায্য করে।

► আবার সপ্তাহে দুইদিন যদি সকালবেলা মিলন ঘটে, তাহলে শরীরে অ্যান্টিবডি গঠন করতে সাহায্য করে। সকালের মিলনের ফলে আর্থ্রাইটিস ও মাইগ্রেনের মত রোগ কম হয়।

► ডায়াবেটিসের রোগীদের পক্ষে সকালের মিলন অত্যন্ত ফলপ্রদ। সকালের আধঘণ্টার মিলনে ৩০০ ক্যালোরির মত শক্তির খরচ হয় যেটা ডায়বেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে।

► সকালবেলার মিলন শরীরের সঙ্গে মনও ভাল রাখে। সকালে মিলনে মানসিক অবসাদ দূর হয়।

► দেহের হাড়ের গঠনেও সকালের মিলন বিশেষ ভূমিকা পালন করে ।

Related Posts:

  • নারীদের মধ্যে অনেকে নিজেকে প্র্যাগনেন্ট ভেবে আনন্দে শিহরিত হয় ১. স্বপ্ন পূরণ   এমন সব স্বপ্ন আছে, নতুন জীবনের পথে যখন কেউ উদ্বিগ্ন থাকে কিংবা জীবন নিয়ে অনিরাপদ বোধ করে তখন সেসব স্বপ্ন ঘটেও যেতে পারে… Read More
  • ৯০০ মহিলার ওপর সমীক্ষা  বয়স যখন তিরিশের ঘরে এবং চল্লিশের ঘরের প্রথম দিকে থাকে তখন তাঁরা কম বয়সের তুলনায় সেক্স বেশি উপভোগ করেন। কারণ, তাঁদের মনে আশঙ্কা থাকে যৌ… Read More
  • যৌন সমস্যা হাতের মুঠোয়  ঘরোয়াভাবে কিভাবে অনেক যৌন সমস্যার সমাধান করা যায় তা নিয়ে। (প্রসঙ্গত, এই লেখা ডাক্তারি কোনো ব্যবস্থাপত্র নয়; পরামর্শমূলক প্রতিবেদন ম… Read More
  • লজ্জা করবেন না? কেগেল ব্যায়াম যেই নামেই বলুন না কেন এই ব্যায়াম পুরুষ - মহিলাদের উভয় লিঙ্গের জন্যই। আপনি হয়তো ভাবছেন শুধু মহিলাদের জন্য হয়। আসলে তা নয়। ম… Read More
  • মেয়েবেলায় গৌতম খাস্তগীর এমনিতে খুব বেশি যে হয়, তা নয়। কিন্তু সমস্যা হল বেশ কিছুটা ছড়ানোর পর হঠাৎ ধরা পড়ে ওভারিয়ান ক্যানসার। ফলে অনেক সময়ই তা নিয়ন্ত্রণে… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!