নিরামিষভোজীরা বেশি দিন বাঁচেন

  

যাদের খাদ্য তালিকায় মাংস এবং মাছ বেশি থাকে অর্থাৎ যারা আমিষাশী তারা নিরামিষভোজীদের চেয়ে কম দিন বাঁচেন-সম্প্রতি এক গবেষণায় এমনটাই দেখা গেছে।  আমিষাশীদের চেয়ে নিরামিষভোজীদের বেশিদিন বেঁচে থাকার হার শতকরা ১২ শতাংশ বেশি।
 
ক্যলিফোর্নিয়ায় অবস্থিত লোমা লিন্ডা বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. মিশেল অর্লিক জানান, প্রায় ৭০ হাজার লোকের ওপর ছয় বছর গবেষণা করেছেন তারা। এ ছয় বছরে গবেষণায় অংশগ্রহণকারী দুই হাজার ৫৭০ জনের স্বাভাবিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে তুলনামূলক কম বয়সীরা বেশিরভাগই আমিষভোজী। তাছাড়া বেশি বয়সেও সুস্থ থাকা লোকদের বেশিরভাগই নিরামিষভোজী।

গবেষকরা আরো জানান, আমিষ জাতীয় খাদ্য খেলে উচ্চ রক্তচাপ, বিপাক, ডায়াবেটিস ও হার্টের সমস্যা বেশি হয়। এছাড়া নিরামিষাশীরা অ্যালকোহল ও ধূমপানে কম আসক্ত ও বেশিক্ষণ ব্যায়াম করেন বলেও জরিপে উল্লেখ করা হয়েছে। 

সূত্র: ডেইলি মেইল / ০৫ জুন (টাইমস অফ বাংলা) : 

Related Posts:

  • মজাদার লাউশাক ভর্তা। গরম গরম ভাতের সঙ্গে ওমমম!!!     ঢাকা: স্বাস্থের জন্য উপকারী একটি খাবার হচ্ছে লাউশাক। ভর্তা, ভাজি অথবা তরকারি নানাভাবেই এই শাক রান্না করা যায়। তবে গরম… Read More
  • ঘরেই তৈরি করুন মজাদার সন্দেশ ছানার সন্দেশ উপকরণ :দুধ : ২ লিটার টক দই অথবা লেবুর রস : পরিমাণমত চিনি : ২ টেবিল চামচ কনডেন্সড মিল্ক : ২০০ গ্রাম… Read More
  • “মালাই চা” “মালাই চা”   “মালাই চা” উপকরণ- দুধ- ৩ কাপ চা পাতা- ৪ টেবিল চামচ কিংবা ৪টা টি ব্যাগ চিনি- স্বাদমত ডিমের কুসুম- ১টি কুসুমের… Read More
  • গরম গরম আলুপরোটা গরম গরম আলুপরোটা     ঢাকা: প্রতিদিন সকালে একই ধরনের নাস্তা খেতে ভালো লাগে না। তাই মাঝে মধ্যে যদি নাস্তায় একটু পরিবর্তন… Read More
  • লেবুর রস, মধু দিয়ে মুরগি লেবুর রস, মধু দিয়ে মুরগি   মুরগির মাংস ১ কিলো ৮/৯ টুকরো করা সাদা তেল ২ বড় চামচ মধু ১/২ কাপ লেবুর রস ১/৩ কাপ সয়াসস ১ বড় চামচ… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!