যৌবনের সুবাস ভাসতে শুরু করেছে মাত্র


গত দুমাস ধরে রুবি আমার সামনে মুলা ঝুলিয়ে রেখেছিল নববর্ষের প্রথম দিনে সব হবে। দুদিন ধরে সবকিছু করার প্রস্ততি নিচ্ছি আমি। রুবেলদের বাসায় ডেটিঙ এর ব্যবস্থা থেকে শুরু করে পকেটে কনডম রাখা পর্ব শেষ। কিন্তু সকাল দুপুর বেয়ে বিকেল হয়ে গেল তবু রুবি এল না। মেজাজ খারাপ হয়ে গেল। ফোনে রাগারাগি করলাম ওর সাথে

কি করি কি করি। মাথা ঠিক নেই। বুঝতে পারছি না কি করব। হঠাৎই সুহেলের ফোন পেলাম।

-দোস্ত মশির বাসায় একটু যেতে পারবি?

-কেন?

-ফ্রান্স থেকে মশি কিছু জিনিস পাঠিয়েছে। রাকেশের দোকানে রাখা আছে, তুই ওগুলো ওদের বাসায় পৌছাইয়া দে না প্লিজ!

তারপর কিছুক্ষন ভেবে বললাম, আচ্ছা টিকাছে।

মশির বাসায় গিয়ে দেখি খালাম্মা বেরুচ্ছেন। আমায় দেখে তিনি খুশি হলেন। বেশ কিছুক্ষন কথা বলার পর বললেন,

-রানা, শিমুকে বাসায় একা রেখে আমার মায়ের বাসায় যাচ্ছি। ওখানে আবার আমাদের সবভাইবোন আজ একসাথে হয়েছে। আমি না ফেরা পর্যন্ত তুমি একটু থাক না বাবা।

আমি মনে মনে দিনটাকে তখন কুফা বলে গাল দিচ্ছিলাম। কিন্তু এমনিতে বললাম, ঠিকাছে খালাম্মা আপনি কোন চিন্তা করবেন না। আপনি না আসা পর্যন্ত আমি আছি। খালাম্মা বের হয়ে গেলেন।আমি বাসার দরজা লাগিয়ে শিমুকে ভেতরে খুজতে গেলাম। শিমু মশির সবচেয়ে ছোটবোন।দুবছর হবে ওকে আমি দেখিনি। পাচ বছর আগে যখন ওসিক্সে পড়ত তখন আমার খুব ন্যাওটা ছিলো। মশি তখন দেশে ছিল। আমি মাঝে মধ্যে শিমুকে অংক আর ইংরেজীটা দেখিয়ে দিতাম। তখন থেকেই খুব সহজ সম্পর্ক ওর সাথে। শিমুকে আমি পেলাম এর রুমে ঘুমন্ত অবস্থায়। ১৫/১৬ বছরের এক সদ্য তরুনী সে। চমত্কার টানা চোখ মুখ মুখের গঠন। যৌবনের সুবাস ভাসতে শুরু করেছে মাত্র। ডাক দিলাম, এই শিমু?

শিমু ধরফর করে ঘুম ভেঙে উঠল। তারপর আমাকে দেখে সহজ ভঙ্গিতে বলল ও রানা ভাই। কি খবর,তুমি তো আমাদের বাসায় আসোনা। আজ কি মনে করে?

-তোর পাহারাদার হিসেবে আজ আমি নিয়োগ পেয়েছি। তুই নাকি বেসামাল হয়ে যাচ্ছিস?

-ইস আমার পাহরাদাররে

Related Posts:

  • বড় একা আমি " বড় একা আমি " আজ এই আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকেই ধরে ছন্নছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে(২) মাঝে মাঝে মনে পড়ে সেই সব দিন… Read More
  • তোড়া, আমি কাঁদছি_১ তোড়া, আমি কাঁদছি। আমার জীবনটা একটা মিথ্যে স্বপ্নের মতো। বলা যায়, আমি মিথ্যে মানুষ। কখনো আমি কাদিনি। কাদতে চাইনি। আজ যখন তোড়া তুমি বললে, তুমি স… Read More
  • আমি আর তুমি কাব্য আমিঃ একটা গল্প বলব ভাবছি তোমায় একটা ছেলে আর একটা মেয়ের গল্প, তুমিঃ হুম, বল। আমিঃ ছেলেটি আবেগহীন কিন্তু দুষ্টুমিতে সেরা আর মেয়ে… Read More
  • আমার ভুলের স্রোতে ভেসে যাওয়া তোমার ভালবাসা ভালবাসা ব্যাপারটা সম্ভবত একটা ছোট্ট শিশিতে ভরা থাকে।মাঝে মাঝে সেই শিশিটা খুলে দিলে হয়তো ঘ্রান সব জায়গায় ছড়িয়ে পরে।নীরার প্রতি আমার ভালবাসাটাও … Read More
  • চুরি কেউ কোনোদিন কোনো সুন্দরীকে ‘না’ বলতে পেরেছেন? ঠাঁয় দাঁড়িয়ে তীর্থের যুবকেরা। সুন্দরীরা বড় আনমনা, আত্মভোলা হোন, তাঁরা চাটুকারিতা ভালোবাসেন; তাঁরা… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!