নিজস্বতায় ভেসেছি


নিজস্বতায় ভেসেছি,শপথ ভাঙার ব্যাকুলতায়।অনাকাঙ্খি ত ভয়ে হারিয়েছি আপনত্ত্বের কুল।


হঠাৎ যখন বুঝতে পারলাম,আত্মতৃপ্তির আশায় উন্মাদ হলাম।


অবিরাম ছুটলাম রহস্যময় লক্ষে,সৃষ্টির আদি উদ্দেশ্যে।আবদ্ধ মনটাকে ভাসালাম অনড় বিশ্বাসে।জীবন তৃষ্ঞায় জন্ম পিপাসাকে মুক্তি দিলাম।

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!