আসুন আজ একটি মেয়ে সম্পর্কে আমরা কিছু জানি !!!

 আসুন আজ একটি মেয়ে সম্পর্কে আমরা কিছু জানি !!!
 

⇔ একটা মেয়ে আল্লাহর সবচেয়ে সুন্দর সৃষ্টিগুলোর মধ্যে একটি !!
⇔ সে খুব ছোটবেলা থেকেই সবকিছুর কারন বুঝতে শিখে !!
⇔ সে নিজে চকলেট না খেয়ে ছোট ভাইটিকে দিয়ে দেয় !!
⇔ সে তার পিতামাতার জন্য নিজের ভালবাসা উৎসর্গ করে !!
⇔ সে তার স্বামীর আরাম-আয়েসের জন্য নিজের সুখ ত্যাগ করে !!
⇔ সে তার পুরো যৌবন ত্যাগ করে কোন প্রকার অভিযোগ ছাড়া শুধুমাত্র তার স্বামী ও সন্তানের জন্য !!
⇔ পরিশেষে তার জীবন শেষ হয় শুধুমাত্র অন্যের সুখের জন্য নিজের সুখ ত্যাগ করে !!
⇔ সে সৃষ্টিকর্তার এমন একটি সুন্দর সৃষ্টি যে কেউ তার বিরুদ্ধে অভিযোগ করতে পারবে না !!


সবশেষে একটাই কথা - আমরা আমাদের আশেপাশের মেয়েদের টিজ করি !! এক বারও কি নিজের বোন ,মা ,স্ত্রীর কথা ভেবেছি?? ভাবিনি !!
যদি ভাবতাম তাহলে ইভ টিজিং করতে পারতাম না !!
যদি পারেন কথাগুলো সবাই মাথায় রাখবেন !!


⇔ প্রতিটি মেয়েকে শ্রদ্ধা করুন!!


আপনি হয়তো নিজেও জানবেন না আপনার জন্য "সে" কখন কি ত্যাগ স্বীকার করব।

ʘღʘ—তিশা—ʘღʘ

Related Posts:

  • কার জন্য কেমন উপহার? উপহার পেতে কার না ভালো লাগে? আর উপহারটা যদি হয় পছন্দের কোনো জিনিস, তাহলে তো কথাই নেই! উপহার তো আমরা ভালো লাগানোর জন্যই দেই! উপহার দিতেও তো ভা… Read More
  • আসবে যখন দ্বিতীয় সন্তান সন্তান থাকে মা-বাবার অস্তিত্ব জুড়ে। সন্তানকে ঘিরেই গড়ে ওঠে তাঁদের পৃথিবী। আর সন্তান যদি হয় একমাত্র, তাহলে তো কথাই নেই! সমস্ত চিন্তা-চেতনা জ… Read More
  • আসবে যখন দ্বিতীয় সন্তান সন্তান থাকে মা-বাবার অস্তিত্ব জুড়ে। সন্তানকে ঘিরেই গড়ে ওঠে তাঁদের পৃথিবী। আর সন্তান যদি হয় একমাত্র, তাহলে তো কথাই নেই! সমস্ত চিন্তা-চেতনা জ… Read More
  • সঙ্গিনী যখন বয়সে বড় স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্কটি শুধু সম্পর্কের বেড়াজালের মাঝেই সীমাবদ্ধ নয়, সব কিছু ছাপিয়ে জীবনের অংশ হয়ে উঠে তা। অন্য সব সম্পর্কের মত … Read More
  • আসবে যখন দ্বিতীয় সন্তান সন্তান থাকে মা-বাবার অস্তিত্ব জুড়ে। সন্তানকে ঘিরেই গড়ে ওঠে তাঁদের পৃথিবী। আর সন্তান যদি হয় একমাত্র, তাহলে তো কথাই নেই! সমস্ত চিন্তা-চেতনা জ… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!