ক্যানসার : বাঁচার লড়াইয়ে এগিয়ে বিবাহিতরা


ক্যানসারে আক্রান্ত অবিবাহিতদের তুলনায় বিবাহিতদের মৃত্যুর ঝুঁকি অপেক্ষাকৃত কম। সম্প্রতি মার্কিন এক গবেষণায় এ তথ্য প্রকাশিত হয়েছে। গবেষকরা জানান, ক্যানসারের বিরুদ্ধে বাঁচার লড়াইয়ে বিবাহিতরা ২০ শতাংশ এগিয়ে রয়েছে। এক্ষেত্রে বিবাহিত নারীদের চেয়ে বিবাহিত পুরুষরা আবার বেশি এগিয়ে। এছাড়া ক্যানসারের ক্ষেত্রে কেমোথেরাপির চেয়ে জীবনসঙ্গী পাশে থাকার উপকারিতা আরও অনেক বেশি। কারণ একজন সচেতন জীবনসঙ্গী প্রাথমিক স্তরে সহজেই ক্যানসার চিহ্নিত করতে অবদান রাখেন। এরপর ক্যানসারকে পরাজিত করতেও জীবনসঙ্গীর ভূমিকা অসাধারণ বলে গবেষকরা জানান। বিষয়টি নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ৭ লাখ ৫০ হাজার ক্যানসারে আক্রান্ত রোগীর ওপর পরীক্ষা চালান। এ সময় দেখা যায়, অবিবাহিতদের তুলনায় বিবাহিত ব্যক্তির ক্ষেত্রে ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি অপেক্ষাকৃত কম। এছাড়া অনেকে আবার পুরোপুরি সুস্থও হয়ে উঠেছেন। আর এ ক্ষেত্রে বিবাহিত নারীদের চেয়ে বিবাহিত পুরুষেরা অনেক বেশি এগিয়ে রয়েছে। এ হার বিবাহিত পুরুষর ক্ষেত্রে শতকরা ২৩ ভাগ ও বিবাহিত নারীর ক্ষেত্রে শতকরা ১৬ ভাগ। প্রধান গবেষক পল নগুয়েন জানান, চিকিত্সকের শরণাপন্ন হওয়ার পাশাপাশি জীবনসঙ্গীর পরস্পরের যত্ন-আত্তি এ রোগের বিরুদ্ধে লড়াইয়ে বড় ধরনের পার্থক্য তৈরি করে ।

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!