যৌনকর্মীদের হোমসার্ভিস !

এতদিন ফার্স্টফুডের হোমসার্ভিসের কথা জানা ছিল। এখন থেকে ঢাকায় ঘরে বসে পাওয়া যাবে যৌনকর্মীও। সম্প্রতি বাইরে পুলিশসহ নানা উৎপাতের কারণে যৌনকর্মীদের হোমসার্ভিস চালু হয়েছে ঢাকায়। অনেক যৌনকর্মী এ সার্ভিসের খাতায় নাম লেখাচ্ছেন। খদ্দেরের কল পেলে তারা খদ্দেরের বাসায় হাজির হন।

এক যৌনকর্মী জানিয়েছেন, আগে হোটেলে যেতাম, সেখানে আয়ের সিংহভাগই কমিশন দিতে চলে যায়। মাঝে মধ্যে হোটেল কর্মকর্তারাও নির্যাতন করেন। এখন বাধ্য হয়েই হোম সার্ভিসে যাচ্ছি। এটা অনেক বেশি নিরাপদ।

এ পেশাতেও যুক্ত হয়েছে শক্তিশালী দালাল চক্র। তারা প্রকাশ্যে চলার পথে হাত বাড়িয়ে পথিকদের হাতে ধরিয়ে দেয় তাদের ভিজিটিং কার্ড। প্রয়োজনে ফোন দেয়ার আহবান জানিয়ে মুহূর্তেই অদৃশ্য হয়ে যায় তারা। ফার্মগেট, শাহবাগ, কাকরাইল, মালিবাগ, মতিঝিল, সায়দাবাদ, গাবতলী এলাকায় এ তৎপরতা বেশি। এবং মহাখালী ডিওএইচএস, গুলশান, বনানী লালমাটিয়া, দিলু রোড, ইস্কাটন রোড, সেন্ট্রাল রোড, মোহাম্মদপুর, রামপুরা, শান্তিনগর, উত্তরা, কাকলী, কালাচাঁদপুর এলাকায় এ ব্যবসা চলছে বলে জানায় এক যৌনকর্মী।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পথচারী, আমার হাতে এ ধরনের একটি কার্ড পড়ে। আমি বিষয়টি বুঝতে কার্ডের নম্বরে কল করি। একজন পুরুষ কল রিসিভ করে। তিনি জানান, কলেজপড়ুয়া থেকে সব ধরনের অফার তাদের কাছে আছে।

Related Posts:

  • যৌনতা বৃদ্ধির অমৃত উপাদান   সৃষ্টির শুরু থেকে আজ অবধি মানবজাতির এক অপার কৌতূহলের বিষয় যৌনতা। কীভাবে যৌনতাকে আরও উৎকর্ষ করে তোলা যায়। এ প্রশ্ন সার্বজনীন। বিভ… Read More
  • মেয়েরা ব্রেক আপে যায় যে ৫টি কারণে   আপনার ব্যবহারের কারণেই আপনার বান্ধবী ব্রেক আপের সিদ্ধান্ত নিতে পারে। কাজেই দীর্ঘস্থায়ী সম্পর্কে জড়াতে চাইলে কয়েকটি বিষয়ের ওপর আ… Read More
  • স্ত্রীদের না বলা কথা  বেশীরভাগ পুরুষেরই বলে নারীর খুবি ভয়কর কারন  তাদেরকে বুঝে উঠা প্রায়শই খুব কষ্টকর হয়ে যায়। এমনকি সেই নারীকেও যার সাথে সে বহু বছর বি… Read More
  • যে ৫টি কথা কখনোই বলে না ছেলেরা!   ঢাকা : মেয়েদের কিছু টিপস দেওয়া যাক। প্রেমিক বা স্বামীর সঙ্গে আপনার সম্পর্কের গভীরতা বাধাহীন। দুজন দুজনকে চেনেন নিজের হাতের তাল… Read More
  • যে কথাগুলো মেয়েদের কখনও বলবেন না…    আপনার পছন্দসই হোক বা না হোক- জীবনের বেশ কয়েকটি ধ্রুবসত্য আছে। যেমন: সূর্য পূর্ব দিকে ওঠে, সবার জীবনেই মৃত্যু আসবে ইত্যাদ… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!