বৃদ্ধাবস্থায় স্মৃতি সতেজে ৩ কাপ চা



স্বাস্থ্য ডেস্ক: ২২ মার্চ  (টাইমস অফ বাংলা) : দৈনিক ৩ কাপ চা পান করলে বৃদ্ধ বয়সে স্মৃতি সতেজ থাকে। এমনকি মস্তিষ্ক তুলনামূলকভাবে বেশি সক্রিয় থাকে ফলে আলঝেইমার রোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা কমে বলেই মনে করেন গবেষকরা।

যুক্তরাষ্ট্রের গবেষকরা বেশ কয়েকটি গবেষণা প্রতিবেদন পর্যালোচনা করে এ কথা জানিয়েছেন।

গবেষণা প্রতিবেদনগুলো পর্যালোচনা করে দেখা গেছে, ক্যাফেইন সমৃদ্ধ পানীয় পান করলে স্মৃতিশক্তি ভালো থাকে।

অ্যাডভান্সেস ইন নিউট্রিশন সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বৃদ্ধ বয়সে মস্তিষ্ক সক্রিয় থাকার সঙ্গে দৈনিক চা পানের সম্পর্কটি আগের প্রায় সব গবেষণাতেই দেখা গেছে।

সিঙ্গাপুরে এক হাজার পাঁচশ নারী ও পুরুষের ওপর চালানো এক গবেষণায় দেখা যায়, দিনে চার কাপের বেশি চা মানুষের তিন শতাংশ অস্বাভাবিক স্মৃতি মস্তিষ্ক থেকে দূর করে। এমনকি দিনে এক থেকে তিন কাপ চা পান করলে বৃদ্ধ বয়সে বোধশক্তি কমার ঝুঁকি ৪৩ শতাংশ কমে।

ধারণা করা হচ্ছে, চায়ের মধ্যে থাকা থেনাইন নামক পদার্থ আলঝেইমার প্রতিরোধ করে। থেনাইন শুধু চা এবং মাশরুমেই পাওয়া যায়।

আলঝেইমার সোসাইটির গবেষক জেসিকা স্মিথ বলেন, ‘এক কাপ চা এবং বোধশক্তি কমে যাওয়ার মধ্যে সম্পর্ক থাকার প্রমাণ আগেই পাওয়া গেছে। আমাদের পর্যালোচনায় সেটি আবার প্রমাণিত হলো। তবে পরিমিত খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম এবং ধূমপান না করা সঙ্গে এর সম্পর্ক আছে।’

Related Posts:

  • খাবার খেয়েই চর্বি কমান পেটের চর্বি কমিয়ে নিটোল দেহের অধিকারী হতে কে না চায়। চবে সেজন্য ঘাম ঝরাতে কেউই চায় না। তবে খাবার খেয়েই পেটের চর্বি কমাতে পারেন। ভাবছেন কিভাবে?… Read More
  • ওজন কমাতে ওজন কমাতে ৯টি খাবার আপনাকে বিশেষ সাহায্য করবে। অতিরিক্ত ওজন বিশ্বের লাখ লাখ মানুষের জন্যে দুশ্চিšত্মার কারণ। হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ স… Read More
  • খাদ্য যখন ওষুধ! আমরা যখন অসুস্খ হই তখন রোগের নিরাময় জন্য ওষুধকে বেশে প্রাধান্য দেই। কিন্তু ওষুধ ছাড়াও সঠিক খাদ্যতালিকা দ্বারা অনেক রোগের সমাধান পাওয়া সম্ভব।… Read More
  • স্তন ক্যান্সার থেকে প্রতিরক্ষা ওয়াল্ড ক্যান্সার রিসার্চ ফান্ডের সমীক্ষা মতে বছরে প্রায় বিশ হাজার ব্রিটিশ মহিলা তাঁদের ব্রেস্ট ক্যানসারের ঝুঁকি এড়িয়ে সুস্বাস্থে জীবন যাপন… Read More
  • ত্বকের যত্নে আলু ত্বকে ব্রণ নিয়ে চিন্তিত নন, এমন নারী খুবই কম। বিশেষ করে তরুণীরা ব্রণের সমস্যায় বেশি ভোগেন।ব্রণের কারণে ত্বকের ‌সৌন্দর্য ঠিকমতো ফুটে উঠে না। … Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!